ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

তৃতীয় দিনে বইমেলায় এলো ৭৪ টি নতুন বই

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৮:৩০:১৩ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাঙালির প্রানের মেলা অমর একুশে বইমেলা। এবারে বইমেলায় বেশ কিছু ইসলামী বই প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আগের মেলায় তেমনটি লক্ষ্য করা যায়নি। ১০৯ বছর বয়সী মুহাম্মদী লাইব্রেরীর এবারে মেলায় অংশ নিতে পেরে খুশি। প্রকাশনা সংস্থাটি দীর্ঘ সময়ে পবিত্র কোরআন থেকে শুরু করে বিভিন্ন ধরণের ধর্মীয় বই প্রকাশ করে আসছে। শুধু তাই নয়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে পুস্তক বিক্রেতা এই প্রতিষ্ঠান থেকে ধর্মীয় বই পাইকারী কিনে নেন। মেলার তৃতীয় দিনে বেচাকেনা তেমন শুরু না হলেও সাধারণ মানুষের পদচারণা বেড়েছে। প্রকাশকরা জানাচ্ছেন, কাঙ্খিত বেচনা কেনা শুরু হতে আরও কয়েক দিন লেগে যাবে। এরই মধ্যে মেলায় দর্শকদের সংখ্যা বেড়েছে। তৃতীয় দিনে বইমেলায় বিভিন্ন বিষয় ভিত্তিক ৭৪টি নতুন বই এসেছে। যার মধ্যে ২০টি উপন্যাস, ২১টি কবিতা, ৩টি জীবনী, ৪টি ভ্রমণকাহিনি, ২টি ইতিহাস, ৫টি অনুবাদ, ১টি মুক্তিযুদ্ধ বই রয়েছে।

সোমবার বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় দ্বিশতজন্মবার্ষিক শ্রদ্ধাঞ্জলি : মাইকেল মধুসূদন দত্ত শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন রফিকউল্লাহ খান। অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা’র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন খসরু পারভেজ ও হোসনে আরা। আলোচকরা বলেন, বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন-বিচার কেবল মননশীল সাহিত্য-সমালোচনার বিষয় নয়, সমগ্র ঊনবিংশ শতাব্দীর ব্যক্তিসত্তা, সমাজসত্তা ও সৃষ্টিশীলতার জাগরণ এবং সাহিত্যের প্রায় সবগুলো রূপের উন্মেষ ও প্রতিষ্ঠার বহুমুখী পরীক্ষা-নিরীক্ষা ও সাফল্যের ইতিবৃত্ত। নাটক, আখ্যান-কাব্য, গীতিকবিতা, চতুর্দশপদী, পত্র-কাব্য, গ্রিক মহাকাব্যের গদ্যানুবাদ, ইংরেজি রচনা ও চিঠিপত্র মিলিয়ে তাঁর সৃষ্ঠিশীল প্রতিভার প্রকাশরূপ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মূল্যায়িত হয়েছে। তার কিংবদন্তিতুল্য জীবন ও কর্মের সম্পূর্ণ বাস্তবসম্মত রূপ অঙ্কনের প্রয়াস আজও চলমান। চিরায়ত সাহিত্যের প্রতি তার বিশেষ অনুরাগ থাকলেও তার সাহিত্যে চিরায়ত ও রোমান্টিকতার সহাবস্থান লক্ষ্য করা যায়। মধুসূদনের ব্যক্তিজীবন ও সাহিত্যজীবনের পাশাপাশি তার সাহিত্যকর্ম নিয়েও গভীরভাবে গবেষণা হওয়া প্রয়োজন।

এছাড়া আজ লেখক বলছি আয়োজনে নিজেদের নতুন বই নিয়ে আলোচনায় যুক্ত হন কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কথাসাহিত্যিক ও অনুবাদক সালেহা চৌধুরী, লালন গবেষক আবু ইসহাক হোসেন এবং কবি ও প্রাবন্ধিক মামুন মুস্তাফা। কবিতা পাঠ করেন কবি নাসির আহমেদ, তারিক সুজাত, শাহনাজ মুন্নী ও নাহার মনিকা। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী মিলন কান্তি দে, শাহাদাৎ হোসেন নিপু ও আফরোজা কণা। অমর একুশে বইমেলায় বিশেষ আকর্ষণ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির স্টলে (বাংলা একাডেমির মূল চত্বরে) পাওয়া যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির বর্তমান সভাপতি ড. হারুন অর রশিদ সম্পাদিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ (এনসাইক্লোপিডিয়া)।

মোট ১০ খন্ডের এক সেট বই কেনা যাবে হ্রাসকৃত মূল্য ৫ হাজার টাকায়। দশ খন্ডের পূর্ব মূল্য ছিল ১২ হাজার টাকা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে উপজীব্য করে ইতিহাস নির্ভর উপন্যাস প্রকাশিত হয়েছে। সাংবাদিক কানাই চক্রবর্তী রচিত ইতিহাসে নেই উপন্যাসটি পাওয়া যাচ্ছে অনুপম প্রকাশনীতে। মুক্তিযুদ্ধের ঘটনাবলী অবলম্বনে লেখা একটি জনপদের গল্প, ইতিহাস নয়। উপন্যাসের কয়েকটি চরিত্র এখনো জীবিত। অনেকেই মৃত। উপন্যাসে মুক্তিযুদ্ধের গৌরবের ইতিহাসের সাথে যোগ হয়েছে অতীত ঐতিহ্য এবং বীর নায়কদের শৌর্যবীর্য। মঙ্গলবার বইমেলা শুরু হবে বিকাল ৩টায়। নির্ধারিত অনুষ্ঠানের অংশ হিসেবে বিকেল ৪ টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ’স্মরণ : কাঙাল হরিনাথ মজুমদার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন তপন মজুমদার। আলোচনায় অংশগ্রহণ করবেন জাফর ওয়াজেদ এবং আমিনুর রহমান সুলতান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুনতাসীর মামুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তৃতীয় দিনে বইমেলায় এলো ৭৪ টি নতুন বই

আপডেট সময় : ০৮:৩০:১৩ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫

বাঙালির প্রানের মেলা অমর একুশে বইমেলা। এবারে বইমেলায় বেশ কিছু ইসলামী বই প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আগের মেলায় তেমনটি লক্ষ্য করা যায়নি। ১০৯ বছর বয়সী মুহাম্মদী লাইব্রেরীর এবারে মেলায় অংশ নিতে পেরে খুশি। প্রকাশনা সংস্থাটি দীর্ঘ সময়ে পবিত্র কোরআন থেকে শুরু করে বিভিন্ন ধরণের ধর্মীয় বই প্রকাশ করে আসছে। শুধু তাই নয়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে পুস্তক বিক্রেতা এই প্রতিষ্ঠান থেকে ধর্মীয় বই পাইকারী কিনে নেন। মেলার তৃতীয় দিনে বেচাকেনা তেমন শুরু না হলেও সাধারণ মানুষের পদচারণা বেড়েছে। প্রকাশকরা জানাচ্ছেন, কাঙ্খিত বেচনা কেনা শুরু হতে আরও কয়েক দিন লেগে যাবে। এরই মধ্যে মেলায় দর্শকদের সংখ্যা বেড়েছে। তৃতীয় দিনে বইমেলায় বিভিন্ন বিষয় ভিত্তিক ৭৪টি নতুন বই এসেছে। যার মধ্যে ২০টি উপন্যাস, ২১টি কবিতা, ৩টি জীবনী, ৪টি ভ্রমণকাহিনি, ২টি ইতিহাস, ৫টি অনুবাদ, ১টি মুক্তিযুদ্ধ বই রয়েছে।

সোমবার বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় দ্বিশতজন্মবার্ষিক শ্রদ্ধাঞ্জলি : মাইকেল মধুসূদন দত্ত শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন রফিকউল্লাহ খান। অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা’র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন খসরু পারভেজ ও হোসনে আরা। আলোচকরা বলেন, বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন-বিচার কেবল মননশীল সাহিত্য-সমালোচনার বিষয় নয়, সমগ্র ঊনবিংশ শতাব্দীর ব্যক্তিসত্তা, সমাজসত্তা ও সৃষ্টিশীলতার জাগরণ এবং সাহিত্যের প্রায় সবগুলো রূপের উন্মেষ ও প্রতিষ্ঠার বহুমুখী পরীক্ষা-নিরীক্ষা ও সাফল্যের ইতিবৃত্ত। নাটক, আখ্যান-কাব্য, গীতিকবিতা, চতুর্দশপদী, পত্র-কাব্য, গ্রিক মহাকাব্যের গদ্যানুবাদ, ইংরেজি রচনা ও চিঠিপত্র মিলিয়ে তাঁর সৃষ্ঠিশীল প্রতিভার প্রকাশরূপ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মূল্যায়িত হয়েছে। তার কিংবদন্তিতুল্য জীবন ও কর্মের সম্পূর্ণ বাস্তবসম্মত রূপ অঙ্কনের প্রয়াস আজও চলমান। চিরায়ত সাহিত্যের প্রতি তার বিশেষ অনুরাগ থাকলেও তার সাহিত্যে চিরায়ত ও রোমান্টিকতার সহাবস্থান লক্ষ্য করা যায়। মধুসূদনের ব্যক্তিজীবন ও সাহিত্যজীবনের পাশাপাশি তার সাহিত্যকর্ম নিয়েও গভীরভাবে গবেষণা হওয়া প্রয়োজন।

এছাড়া আজ লেখক বলছি আয়োজনে নিজেদের নতুন বই নিয়ে আলোচনায় যুক্ত হন কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কথাসাহিত্যিক ও অনুবাদক সালেহা চৌধুরী, লালন গবেষক আবু ইসহাক হোসেন এবং কবি ও প্রাবন্ধিক মামুন মুস্তাফা। কবিতা পাঠ করেন কবি নাসির আহমেদ, তারিক সুজাত, শাহনাজ মুন্নী ও নাহার মনিকা। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী মিলন কান্তি দে, শাহাদাৎ হোসেন নিপু ও আফরোজা কণা। অমর একুশে বইমেলায় বিশেষ আকর্ষণ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির স্টলে (বাংলা একাডেমির মূল চত্বরে) পাওয়া যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির বর্তমান সভাপতি ড. হারুন অর রশিদ সম্পাদিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ (এনসাইক্লোপিডিয়া)।

মোট ১০ খন্ডের এক সেট বই কেনা যাবে হ্রাসকৃত মূল্য ৫ হাজার টাকায়। দশ খন্ডের পূর্ব মূল্য ছিল ১২ হাজার টাকা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকে উপজীব্য করে ইতিহাস নির্ভর উপন্যাস প্রকাশিত হয়েছে। সাংবাদিক কানাই চক্রবর্তী রচিত ইতিহাসে নেই উপন্যাসটি পাওয়া যাচ্ছে অনুপম প্রকাশনীতে। মুক্তিযুদ্ধের ঘটনাবলী অবলম্বনে লেখা একটি জনপদের গল্প, ইতিহাস নয়। উপন্যাসের কয়েকটি চরিত্র এখনো জীবিত। অনেকেই মৃত। উপন্যাসে মুক্তিযুদ্ধের গৌরবের ইতিহাসের সাথে যোগ হয়েছে অতীত ঐতিহ্য এবং বীর নায়কদের শৌর্যবীর্য। মঙ্গলবার বইমেলা শুরু হবে বিকাল ৩টায়। নির্ধারিত অনুষ্ঠানের অংশ হিসেবে বিকেল ৪ টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ’স্মরণ : কাঙাল হরিনাথ মজুমদার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন তপন মজুমদার। আলোচনায় অংশগ্রহণ করবেন জাফর ওয়াজেদ এবং আমিনুর রহমান সুলতান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুনতাসীর মামুন।