তিন খাবারের আগে পরে পেঁপে খেলে বিপদ!

- আপডেট সময় : ০৬:২২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ ২৮১ বার পড়া হয়েছে
ভয়েস হেলথ ডেস্ক
সহজলভ্য ফল পেঁপে। ফলটি অনেক সুস্বাদু ও পুষ্টিকর। এই ফলের জাদুকরী গুণগুলোই বিপদের কারণ হতে পারে। তাই তিনটি খাবারের আগে পরে ফলটি খেলে বিপদ হতে পারে বলছেন পুষ্টিবিদেরা।
কেন?
আসুন কারণ জেনে নেওয়া যাক।
পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, মিনারেল এবং ভিটামিন। আয়ুর্বেদ ওষুধ হিসেবে পেঁপের পাতা, বীজ, খোসা, ফল সবই ব্যবহৃত হয়ে থাকে।
যেকারণে মেয়েদের পিরিয়ডের ব্যথা এবং অনিয়ম, কোষ্ঠকাঠিন্য এমনকি ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগের জন্য পেঁপেকে ঔষধি হিসেবে ব্যবহার করা হয়।

নিয়মিত ডায়েটে পেঁপে থাকলে তা ওজন কমাতে, হজমের উন্নতি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে।
পেঁপের ফাইবার পরিপাক প্রক্রিয়ার উন্নতি ঘটায়। যা ওজন বাড়াকে বাধাগ্রস্ত করে। এতে থাকা ভিটামিন-এ চোখের রেটিনা এবং কর্নিয়ার উন্নতি ঘটায়। এ কারণে দৃষ্টিশক্তি প্রখর করতে প্রতিদিন খাবারের তালিকায় রাখতে পারেন পেঁপে।
বয়স বৃদ্ধির কারণে ত্বকে যে বয়সের ছাপ পড়ে এবং চোখের নিচে বলিরেখা দেখা দেয়, পেঁপের ক্ষমতা রয়েছে তা দূর করার।
ত্বককে রিপেয়ার করে ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে, শরীরের রোগ ক্ষমতা বাড়াতে, হার্টের স্বাস্থ্য ভালো রাখতে, উচ্চ রক্তচাপ, ক্যানসার ও স্ট্রোকের ঝুঁকি কমাতে পেঁপের জুড়ি নেই।
কোন তিন খাবরের পর পেঁপে খাওয়া বারন?
কিন্তু উপকারী এ খাবার মুহূর্তেই বিপজ্জনক হয়ে উঠতে পারে তিনটি খাবারের কারণে। পুষ্টিবিদেরা বলছেন, যদি পেঁপে খাওয়ার আগে কিংবা কিছুক্ষণ পরেই টক দই, উচ্চ ফ্যাট কিংবা চর্বিযুক্ত খাবার এবং রক্ত পাতলা করার ওষুধ সেবন করা হয় তবে তা শারীরিক সমস্যার ঝুঁকি তৈরি করবে।