সংবাদ শিরোনাম ::
তরুণ মুখার্জীর কবিতা

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৪২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১ ২৬৩ বার পড়া হয়েছে
প্রতীক্ষা
আষাঢ় এলো ধরায় আবার
বৃষ্টি সুবাস আনলো বয়ে
নব ধারায় পত্র পুটে
উঠল কলি সতেজ হয়ে।
আমরা কবে বাঁচব রে ভাই
সহজ ভাবে সবার সাথে?
জীবন যদি এমন করে
আঁধারেতেই ভরিয়ে রাখে
চিনব কবে, জানব কবে,
দেখব কবে জগৎটাকে?
এই জীবনের চাওয়া পাওয়া
বাঁটব কেমন সবার সাথে?
দেখতে দেখতে মাস ও বছর
যাচ্ছে ঘুরে
হচ্ছে সকাল,কাটছে বিকাল,
বন্দিদশায় ঘরের মাঝে
নব ধারার সিঞ্চনে কি
কাটবে এ ঘোর অমানিশা
বাঁচবে সবাই সবার মাঝে
ভয়ভীতি সব দূরে ফেলে
প্রানের মাঝে প্রানের টানে–
