ডেল্টা ধরণ নিয়ে সতর্ক করল ডব্লিউএইচও : করোনার তৃতীয় ঢেউ শুরু
- আপডেট সময় : ০৭:২৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১ ১৪০ বার পড়া হয়েছে
ফাইল ছবি
‘তৃতীয় ঢেউয়ে বড় আতঙ্কের কারণ হতে পারে অতিসংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট’ ‘ডেল্টা ভ্যারিয়েন্ট ইতিমধ্যে ১১১টির বেশি দেশে ছড়িয়ে গিয়েছে। এটি শিগগিরই বিশ্বজুড়ে করোনার সবচেয়ে প্রভাবশালী ধরন হিসেবে আবির্ভূত হবে’
মহামারি করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ সময় সংস্থাটি করোনার ডেল্টা ধরণ নিয়েও সর্তক করেছে। অবশ্য ডব্লিউএইচও বলছে এখন আমরা প্রাথমিক পর্যায়ে রয়েছি।
তৃতীয় ঢেউয়ে বড় আতঙ্কের কারণ হতে পারে অতিসংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট। এমন তথ্যই জানাচ্ছে বিশ্বসংবাদ সংবাদমাধ্যম।
বুধবার ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা বর্তমানে করোনা মহামারির তৃতীয় ঢেউয়ের প্রাথমিক পর্যায়ে রয়েছি।’ তার মতে, করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়ে যাওয়ার পেছনে ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারের পাশাপাশি সামাজিক গতিশীলতা এবং প্রমাণিত স্বাস্থ্য ব্যবস্থার অসামঞ্জস্য ব্যবহার বৃদ্ধির বড় ভূমিকা রয়েছে।
গ্যাব্রিয়েসুস জানান, ভাইরাসটি বিকশিত হওয়া অব্যাহত রেখেছে, যার মাধ্যমে অধিক সংক্রামক ধরনগুলো তৈরি হচ্ছে। তিনি বলেন, ইতিমধ্যে ‘ডেল্টা ভ্যারিয়েন্ট ১১১টির বেশি দেশে ছড়িয়ে
গিয়েছে। আমরা ধারণা করছি, এটি শিগগিরই বিশ্বজুড়ে করোনার সবচেয়ে প্রভাবশালী ধরন হিসেবে আবির্ভূত হবে, যদি না তা ইতোমধ্যেই হয়ে গিয়ে থাকে।’
‘বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ২৫ এপ্রিল সর্তক করে বলেছিলেন, করোনার তৃতীয় ঢেউ আরও ভয়াবহ হয়ে দেখা দিতে পারে। একারণে দেশের প্রতিটি মানুষকে সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে’
গত সপ্তাহে টানা চতুর্থ সপ্তাহের মতো বিশ্বজুড়ে করোনা সংক্রমণের হার বাড়তে দেখা গেছে। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি অঞ্চলের মধ্যে একটি বাদে সবগুলোতেই রেকর্ড সংখ্যক সংক্রমণ হয়েছে। টানা ১০ সপ্তাহ কমার পর সম্প্রতি করোনায় মৃত্যুও ফের বাড়তে শুরু করেছে।
করোনার এই ভয়াবহতা ঠেকাতে টিকাদানের বিকল্প নেই বলে মনে করিয়ে দিয়েছেন ডব্লিউএইচও প্রধান। আগামী সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি দেশের অন্তত ১০ শতাংশ মানুষকে করোনা টিকার আওতায় আনতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বানের কথাও ফের স্মরণ করেন গ্যাব্রিয়েসুস।