ছবি: ছবি সংগ্রহ
ডেঙ্গুর আক্রান্ত হয়ে একদিনে ২৬৭জন হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রতিনিয়ত ডেঙ্গু আক্রান্তর
সংখ্যা বাড়ছে। আক্রান্তদের মধ্যে ২১৭ জনই ঢাকার। বাকী ৫০ জন ঢাকার বাইরে হাসপাতালে
ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড
কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১ হাজার
৯০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি-বেসরকারি হাসপাতালে
৯৬৫ জন ও অন্যান্য বিভাগে বর্তমানে ১২৫ জন রোগী ভর্তি রয়েছেন।
এ বছর ১ জানুয়ারি থেকে ২৬ আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯ হাজার
১২০ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার
৯৮৮ জন রোগী। এ যাবত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যুর হয়েছে।
ডেঙ্গু বাসায় থাকা এডিস মশার কামড়ে হয়। নগরীর চার পাশের ময়লা-আবর্জনার স্তূপ থাকা, নোংরা ড্রেন পরিষ্কার না করায় চলতি বর্ষা মৌসুমে মশার প্রজনন বেড়ে গিয়েছে। অথচ নগরীকে
পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে এবং মশার প্রজননক্ষেত্র ধ্বংস করলেই মশাবাহিত রোগ ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা সম্ভব।