টিকা উৎপাদনে বাংলাদেশ-রাশিয়ার চুক্তি সই
- আপডেট সময় : ০৯:২০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ ২৪২ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
বাংলাদেশে টিকা উৎপাদনে রাশিয়ার সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশ। রাশিয়া বাংলাদেশকে টিকা উৎপাদনের প্রস্তাবের বিষয়টি দু’দিন আগেই সংবাদমাধ্যকে নিশ্চিত করেছিলেন বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বৃহস্পতিবার নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন ড. মোমেন।
তিনি আরও জানান, বাংলাদেশ ও রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের মাধ্যমে টিকা উৎপাদনে সই হয়েছে। সে অনুযায়ী আমরা বাংলাদেশে যৌথভাবে টিকা উৎপাদন করতে পারবো। তবে যে কোম্পানি টিকা উৎপাদন করবে, তাকে ফর্মূলা গোপন রাখতে হবে।
ড. মোমেন বলেন, টিকা নিয়ে চীনের সঙ্গেও আলোচনা চলছে। চীন আমাদের ৫ লাখ টিকা উপহার দেবে। বাংলাদেশে চীনা শিক্ষার্থী ও চীনের সঙ্গে যারা ব্যবসা করেন, তারা অনেকেই চীনা টিকা নিতে আগ্রহী। এর আগে রূপপুর পাওয়ার প্লান্টে কর্মরত রাশিয়ানরা রাশিয়ার টিকা নিয়েছেন বলেও জানান ড. মোমেন। তিনি বলেন, ভারত বলেনি যে টিকা তারা দেবে না। আমরা অপেক্ষায় আছি।