ঢাকা ০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে তীব্র যানজট ঠেলে ঘরমুখো ছুটে চলার নাম জীবন

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫ ৪১ বার পড়া হয়েছে

তীব্র যানজটের ঠিকানা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ছবি : সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ২৯ মে থেকেই বৃষ্টি শুরু হয়েছে। নিম্নচাপ বিদায়ের পরও বৃষ্টিপাত অব্যাহত থাকবে, সেই বার্তা আগেই দিয়েছিলো আবহওয়া দপ্তর। এমনকি ঈদের দিনও বৃষ্টি বার্তা দেওয়া হয়েছে।

বিগত এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে। ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে তীব্র যানজট ঠেলে ঘরমুখো ছুটে চলার নামই জীবন।

উত্তর জনপদের মানুষ ঢাকা-টাঙ্গাইল মহসড়কে সৃষ্ট তীব্র যানজটে থেমে থেমে চলছে যাত্রী বোঝাই বাস। এসব বাসের অধিকাংশ ছাদই ভর্তি যাত্রী রয়েছে।

ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঈদযাত্রার আনন্দে নেমেছে স্থবিরতা। তীব্র যানজটে রাস্তায় কেটে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। ঘরমুখো মানুষের ভোগান্তির ঠিকানা এই দুই মহাসড়কে। ফিরতি বাস না আসায় রাত থেকে রাস্তা ও কাউন্টারে অপেক্ষায় রয়েছেন বহু যাত্রী। টিকিট কেটেও গাড়ি না আসায় যাত্রা বাতিল করে ফিরে গেছেন অনেকে।

প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্যাপনে বাড়ির পথে বহু মানুষ। কিন্তু রাজপথে নেমেছে স্থবিরতা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজটের স্থবিরতা কাটেনি। থেমে থেমে যান চললেও কচ্ছপ গতির কারণে তিন ঘণ্টার রাস্তা পাড়ি দিতে লাগছে ১০ থেকে ১২ ঘণ্টা। শিশু-নারী-বয়স্করা পড়েছেন বেশি বিপাকে। ভোগান্তি হলেও স্বজনের সঙ্গে মিলে ঈদ আনন্দে মেতে ওঠার অপেক্ষায় সবাই।

যানজটের প্রভাবে পরিবহন সংকট পৌঁছেছে চরমে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় গাড়ি না থাকায় অপেক্ষায় হাজারো যাত্রী। বাধ্য হয়ে অনেকে ঝুঁকি নিয়ে বাসের ছাদে, মোটরসাইকেল বা পশুবাহী ট্রাকে বাড়ি ফিরছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে দেখা দিয়েছে যানজট।

গাবতলী বাস টার্মিনালে সময় মতো গাড়ি না আসায় পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার (৫ জুন) রাতে যারা যেতে পারেননি তাদের অনেকের রাত কেটেছে সড়ক ও বাস কাউন্টারে। টিকিট কাটার পরও যাত্রা বাতিল করেছেন অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে তীব্র যানজট ঠেলে ঘরমুখো ছুটে চলার নাম জীবন

আপডেট সময় : ০৬:২৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ২৯ মে থেকেই বৃষ্টি শুরু হয়েছে। নিম্নচাপ বিদায়ের পরও বৃষ্টিপাত অব্যাহত থাকবে, সেই বার্তা আগেই দিয়েছিলো আবহওয়া দপ্তর। এমনকি ঈদের দিনও বৃষ্টি বার্তা দেওয়া হয়েছে।

বিগত এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টি অব্যাহত রয়েছে। ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে তীব্র যানজট ঠেলে ঘরমুখো ছুটে চলার নামই জীবন।

উত্তর জনপদের মানুষ ঢাকা-টাঙ্গাইল মহসড়কে সৃষ্ট তীব্র যানজটে থেমে থেমে চলছে যাত্রী বোঝাই বাস। এসব বাসের অধিকাংশ ছাদই ভর্তি যাত্রী রয়েছে।

ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঈদযাত্রার আনন্দে নেমেছে স্থবিরতা। তীব্র যানজটে রাস্তায় কেটে যাচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। ঘরমুখো মানুষের ভোগান্তির ঠিকানা এই দুই মহাসড়কে। ফিরতি বাস না আসায় রাত থেকে রাস্তা ও কাউন্টারে অপেক্ষায় রয়েছেন বহু যাত্রী। টিকিট কেটেও গাড়ি না আসায় যাত্রা বাতিল করে ফিরে গেছেন অনেকে।

প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্যাপনে বাড়ির পথে বহু মানুষ। কিন্তু রাজপথে নেমেছে স্থবিরতা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানজটের স্থবিরতা কাটেনি। থেমে থেমে যান চললেও কচ্ছপ গতির কারণে তিন ঘণ্টার রাস্তা পাড়ি দিতে লাগছে ১০ থেকে ১২ ঘণ্টা। শিশু-নারী-বয়স্করা পড়েছেন বেশি বিপাকে। ভোগান্তি হলেও স্বজনের সঙ্গে মিলে ঈদ আনন্দে মেতে ওঠার অপেক্ষায় সবাই।

যানজটের প্রভাবে পরিবহন সংকট পৌঁছেছে চরমে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় গাড়ি না থাকায় অপেক্ষায় হাজারো যাত্রী। বাধ্য হয়ে অনেকে ঝুঁকি নিয়ে বাসের ছাদে, মোটরসাইকেল বা পশুবাহী ট্রাকে বাড়ি ফিরছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে দেখা দিয়েছে যানজট।

গাবতলী বাস টার্মিনালে সময় মতো গাড়ি না আসায় পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার (৫ জুন) রাতে যারা যেতে পারেননি তাদের অনেকের রাত কেটেছে সড়ক ও বাস কাউন্টারে। টিকিট কাটার পরও যাত্রা বাতিল করেছেন অনেকে।