ঝড়ের আঘাতমুক্ত থাকলেও জলোচ্ছ্বাসে প্লাবিত উপকূলবর্তী বহু এলাকা

- আপডেট সময় : ০৯:১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১ ২১২ বার পড়া হয়েছে
বেড়িবাঁধ ভেঙ্গে জলোমগ্ন ভোলার মনপুরা এলাকা : ছবি সংগৃহিত
সর্বনাশা ঘূর্ণিঝড় ইয়াস’র আঘাতমুক্ত থাকলেও বাংলাদেশের উপকূলবর্তী বিভিন্ন এলাকায় জোয়ারের জলে তলিয়ে গিয়েছে। সাগর দ্বীপ ভোলা জেলার মনপুরায় বেড়িবাঁধে ভাঙ্গে কয়েক গ্রামে কোমড়ভাঙ্গা জলে আটকে আছে হাজার পাঁচেকের বেমি মানুষ। সঙ্গে পবাড়িপশুও।
প্রশাসনের তরফে বার্তা দেওয়া হয়েছে, ভোলার মনপুরায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে স্বাভাবিকের চেয়ে অধিক উচ্চতার জোয়ারের জলের তোড়ে প্রায় ৬ মিটার বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ফুঁসে ওঠেছে মেঘনা। বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চলসহ বেড়িবাঁধের বাইরের ৭ গ্রাম তলিয়েছে ৪-৫ ফুট জলে। এতে এলাকার ৫ হাজারের অধিক মানুষ জলবন্দি।

জঢ়বৃস্টি মাথায় নিয়ে স্থানীয় চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক জল উন্নয়ন বোর্ড নিয়ে ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ মেরামতে নেমেছেন। মনপুরা থেকে বিচ্ছিন্ন চরকলাতলী ও চরনিজামের নিম্নাঞ্চল ৫-৬ ফুট জলে প্লাবিত।
মেঘনার জল বিপৎসীমার ওপরে প্রবাহিত হয়ে উপজেলার হাজিরহাট ইউনিয়নের বাউল বাড়ি সংলগ্ন ৬ মিটার বেড়িবাঁধ ভেঙে যায়। জোয়ারের জলে সোনারচর, চরযতিন, দাসেরহাট, চরজ্ঞান, কাউয়ারটেক, কূলাগাজী তালুক, নায়বের হাট ও আলমনগর গ্রামও এখন প্লাবিত।
জল উন্নয়ন বোর্ড ডিভিশন-২ এর নির্বাহী আধিকারিক হাসান মাহমুদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জোয়ারের তোড়ে ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামতের উদ্যোগ নিয়েছেন তারা। মেঘনার জল বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হওয়ার জেরে নিম্নাঞ্চল প্লাবিত।