ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

“জীবন যখন বার্ধক্য ছোঁবে “

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩ ২৮ বার পড়া হয়েছে

মোনা ছবি ফেসবুক থেকে

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জীবন হলো পরম বন্ধু।।

আমি আর জীবন একে অপরকে জড়িয়ে বাঁচলেও ভাগ্য কে নিয়ে বড়োই চিন্তা।।

যদি কাঠি করে তাহলেই শেষ।।

কারন জীবনই যদি থেমে যায়, তাহলে তো আমিও থেমে যাবো।।

কিন্ত যদি ভাগ্য দয়া করে, না মানে ভাগ্যের ও তো মায়া দয়া হতেই পারে কখনো কখনো তাই না? যাক গে যেটা বলছিলাম যে যদি ভাগ্য সহায় হয়, আর আমার জীবনের বয়স বার্ধক্যে পৌঁছায়, শৈশব, যৌবন সব অতিক্রম করে,

আমার জীবনের বয়স যখন বার্ধক্য হবে —–
অনেক কিছু অদল বদল হয়ে যাবে।।
চেনা ছক ভেঙে যাবে।।
চেনা স্রোতে অচেনা ঢেউয়ের ছোঁয়া পাবো।।
চুলে পাক ধরবে, দুই আঁখির দৃষ্টি ক্ষীণ হয়ে যাবে, চামড়া গুলো কুঁচকে যাবে।। আগের মতো এতো জমিয়ে কথা বলতে চাইলেও পারবোনা, গলার স্বর কমে যাবে।।
কাঁপা গলায় থেমে থেমে কথা বলবো।।
ডাইরির পাতায় কাঁপা কাঁপা হাতে তখনো সৃষ্টি করে যাবো।।
তখন হয়তো আমার সৃষ্টি অভিজ্ঞতার কথা বলবে।।
এখন আমার লেখা পরে আমার সৃষ্টিতে মানুষ নিজের জীবনী খুঁজে পায়।।
তখন আমার সৃষ্টি অভিজ্ঞতা দেখাবে, সাবধান করবে।।
হয়তো সেদিন সেই দেখে ভবিষ্যৎ প্রজন্ম আগের থেকেই সুদরে নেবে।।
আমার জীবনের বয়স হবে, হয়তো চলতে পারবোনা আগের মতো, যেখানে খুশি যেতে পারবোনা, কিন্ত আমি অনেক বহু বার নতুন সূর্যের উদয় দেখতে পাবো প্রতিদিন সকালে বারান্দায় দাঁড়িয়ে।।
প্রতি রাতে আমার ঘরের জানলা দিয়ে চাঁদের আলো দেখতে পাবো বহুবার করে।।
নক্ষত্রের সাজ দেখবো বহুবার করে।।অনেক বেশি করে বৃষ্টির মাটি ভেজা সোদা গন্ধ মাখতে পারবো।।
প্রতিদিন নতুন কুঁড়ি থেকে ফুল ফোঁটা দেখতে পাবো বহুবার করে।।
তারপর যেদিন কালের নিয়মে সেইদিন আসবে।।
ভাগ্য ও নিরুপায় থাকবে, জীবন অশ্রু জলে জানাবে বিদায় বন্ধু, আমি জীবন কে বলবো, না বন্ধু তুমি তো আমাকে ছেড়ে যেতে পারবেনা, আমরা তো পরিপূরক।।
আমরা যেমন একে ওপরের ঠিকানা, যেমন তুমি আমার মধ্যে আশ্রয় নিয়েছো, আমি তোমার জন্য প্রাণ পেয়েছি।।
এই জীবন শুধু আমার, আবার আমিও তোমার।।
তেমন পৃথিবী আমাদের দুজনের ঠিকানা।।
চলো একসাথে এই পৃথিবী কে আফসোসহীন হয়ে বিদায় জানাই।।
পৃথিবী অনেক কিছু দিয়েছে আমাদের।।
আমরা হারিয়ে গেলেও পৃথিবীর ইতিহাসে থেকে যাবে আমাদের স্মৃতি, আমাদের সৃষ্টি।।
মোনার ফেসবুক থেকে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published.

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

“জীবন যখন বার্ধক্য ছোঁবে “

আপডেট সময় : ১০:২৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩

জীবন হলো পরম বন্ধু।।

আমি আর জীবন একে অপরকে জড়িয়ে বাঁচলেও ভাগ্য কে নিয়ে বড়োই চিন্তা।।

যদি কাঠি করে তাহলেই শেষ।।

কারন জীবনই যদি থেমে যায়, তাহলে তো আমিও থেমে যাবো।।

কিন্ত যদি ভাগ্য দয়া করে, না মানে ভাগ্যের ও তো মায়া দয়া হতেই পারে কখনো কখনো তাই না? যাক গে যেটা বলছিলাম যে যদি ভাগ্য সহায় হয়, আর আমার জীবনের বয়স বার্ধক্যে পৌঁছায়, শৈশব, যৌবন সব অতিক্রম করে,

আমার জীবনের বয়স যখন বার্ধক্য হবে —–
অনেক কিছু অদল বদল হয়ে যাবে।।
চেনা ছক ভেঙে যাবে।।
চেনা স্রোতে অচেনা ঢেউয়ের ছোঁয়া পাবো।।
চুলে পাক ধরবে, দুই আঁখির দৃষ্টি ক্ষীণ হয়ে যাবে, চামড়া গুলো কুঁচকে যাবে।। আগের মতো এতো জমিয়ে কথা বলতে চাইলেও পারবোনা, গলার স্বর কমে যাবে।।
কাঁপা গলায় থেমে থেমে কথা বলবো।।
ডাইরির পাতায় কাঁপা কাঁপা হাতে তখনো সৃষ্টি করে যাবো।।
তখন হয়তো আমার সৃষ্টি অভিজ্ঞতার কথা বলবে।।
এখন আমার লেখা পরে আমার সৃষ্টিতে মানুষ নিজের জীবনী খুঁজে পায়।।
তখন আমার সৃষ্টি অভিজ্ঞতা দেখাবে, সাবধান করবে।।
হয়তো সেদিন সেই দেখে ভবিষ্যৎ প্রজন্ম আগের থেকেই সুদরে নেবে।।
আমার জীবনের বয়স হবে, হয়তো চলতে পারবোনা আগের মতো, যেখানে খুশি যেতে পারবোনা, কিন্ত আমি অনেক বহু বার নতুন সূর্যের উদয় দেখতে পাবো প্রতিদিন সকালে বারান্দায় দাঁড়িয়ে।।
প্রতি রাতে আমার ঘরের জানলা দিয়ে চাঁদের আলো দেখতে পাবো বহুবার করে।।
নক্ষত্রের সাজ দেখবো বহুবার করে।।অনেক বেশি করে বৃষ্টির মাটি ভেজা সোদা গন্ধ মাখতে পারবো।।
প্রতিদিন নতুন কুঁড়ি থেকে ফুল ফোঁটা দেখতে পাবো বহুবার করে।।
তারপর যেদিন কালের নিয়মে সেইদিন আসবে।।
ভাগ্য ও নিরুপায় থাকবে, জীবন অশ্রু জলে জানাবে বিদায় বন্ধু, আমি জীবন কে বলবো, না বন্ধু তুমি তো আমাকে ছেড়ে যেতে পারবেনা, আমরা তো পরিপূরক।।
আমরা যেমন একে ওপরের ঠিকানা, যেমন তুমি আমার মধ্যে আশ্রয় নিয়েছো, আমি তোমার জন্য প্রাণ পেয়েছি।।
এই জীবন শুধু আমার, আবার আমিও তোমার।।
তেমন পৃথিবী আমাদের দুজনের ঠিকানা।।
চলো একসাথে এই পৃথিবী কে আফসোসহীন হয়ে বিদায় জানাই।।
পৃথিবী অনেক কিছু দিয়েছে আমাদের।।
আমরা হারিয়ে গেলেও পৃথিবীর ইতিহাসে থেকে যাবে আমাদের স্মৃতি, আমাদের সৃষ্টি।।
মোনার ফেসবুক থেকে