করোনা টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশকে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ এ টিকা দিচ্ছে জাপান। উপহারের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা বিকাল নাগাদ পৌছানোর কথা রয়েছে। জাপান বাংলাদেশকে ২৯ লাখ টিকা দেবে। যার প্রথম চালান আসছে আজ।
বিদেশমন্ত্রক এ তথ্য জানিয়ে বলেছে, বেলা সোয়া ৩টা নাগাদ টিকা বহনকারী ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিক ব্রিফ করবেন।
সূত্রের খবর, শনিবার বিকালে টিকা গ্রহণকালে বিমানবন্দরে বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বিদেশ সচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান
হোসেন মিয়া, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকিসহ দুই মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। টিকা গ্রহণ শেষে বিমানবন্দরে সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি ১৫টি দেশের জন্য অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ১০ লাখ ডোজ টিকা কোভ্যাক্সের আওতায় দেওয়ার ঘোষণা দিয়েছেন।
জাপানের উপহার পাবে এমন দেশের তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। তালিকা অনুযায়ী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ টিকা পাবে বাংলাদেশ। এরই প্রথম চালান আসছে আজ।
বাংলাদেশে ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় তৈরি কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়া ৫৮ লাখ ২০ হাজার ৩০ জনের মধ্যে সাড়ে ১৪ লাখের বেশি মানুষের দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে সংকট তৈরি হয়েছে।
এদের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকারই দ্বিতীয় ডোজ দিতে হবে। কেননা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা
এখনও দুই কোম্পানির দুই ডোজের টিকা গ্রহণের কোনও সিদ্ধান্ত দেয়নি।