ভয়েস ডিজিটাল ডেস্ক
ঢাকা সফরে আসা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে বলেছেন, সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি বলেন, শ্রদ্ধা জানাতে পেরে তিনি গর্ব বোধ করছেন। যারা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে জীবন দিয়ে দেশের স্বাধীনতা এনেছে, তাদের প্রতি বাঙালি জাতি কৃতজ্ঞ এবং গর্বিত।
শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং একটি ফুল গাছের চারা রোপণ করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে সকাল পৌনে ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।