জাতীয় পুরস্কার নিতে বিয়ের শাড়িকেই বেচে নিলেন আলিয়া
- আপডেট সময় : ১০:০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ৫৩ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
সেরা অভিনেত্রী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। অবশ্য গত আগস্টেই তা ঘোষণা হয়েছিল সেরা অভিনেত্রী হিসাবে আলিয়া ভাটের নাম। নতুন খবর হচ্ছে ১৭ অক্টোবর মঙ্গলবার রণবীরের হাত ধরে জাতীয় পুরস্কার নিতে বিয়ের শাড়ি পরেই দিল্লি পৌঁছে গেলেন আলিয়া।
জাতীয় পুরস্কার নিতে বিয়ের শাড়ি পরে দিল্লি পৌঁছেছেন আলিয়া। যারা রণবীর-আলিয়ার বিয়ের ছবি দেখেছেন, তারা দিব্বি বুঝে যাবেন। সেই একই শাড়ি, একই ব্লাউজ। মাথায় ওড়না আর ভারী গয়না শুধু নেই। বিয়ের দিন আলিয়া চুল খোলা রেখেছিলেন। আর এদিন আলিয়া খোঁপা করে মাথায় ফুল গুঁজেছেন। গয়না হিসাবে গলায় পরেছেন চিক আর কানে পরেছেন কানপাশা।
জাতীয় পুরস্কারের জন্য আলাদা শাড়ি না কিনে বিয়ের শাড়িটিই পরার জন্য নেটপাড়ার অনেকেই আলিয়ার প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, এইজন্যই আলিয়াকে এত্ত ভালোলাগে। অন্য তারকাদের মতো উনি নন, একই শাড়ি, দু’বার পরতেও দ্বিধা করেন না। কেউ আবার এখানে রণবীর-আলিয়া জুটিকে মাধুরী-সঞ্জয় দত্ত জুটির সঙ্গে তুলনা টেনেছেন।
জীবনের এমন একটা দিনে রণবীর কাপুরকে সবসময় স্ত্রীর পাশে ছায়াসঙ্গী হয়ে ঘুরতে দেখা যায়। এদিন রণবীর পরেছিলেন কালো শ্যুট। তাকে সবসময় স্ত্রী ছায়াসঙ্গী হয়ে থাকতে দেখা যায়।