সংবাদ শিরোনাম ::
উপলব্ধি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৪৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০ ৬২০ বার পড়া হয়েছে
মানুষের পাপে ধরনী রুষ্ট নিত্য অত্যাচারে,
গৃহবন্দী মানবজাতি আপনার পাপভারে,
“করোনা” আজকে করুনা করেছে আপন হুঙ্কারে
চাইছে পেতে হিসেব নিকেশ মানুষ মরছে জ্বরে।
বল বল আজ কার অভিশাপে মুখ দ্যাখানোই দায়?
বুঝেছ আজকে দিনরাত তুমি করেছ কি অন্যায়!
সর্বশক্তিমান ব’লে তুমি বিশ্ব করবে জয়?
প্রকৃতিমাতা আজও দুর্বার আজও তিনি দুর্জয়।
লোভ লালসার ছিলনাতো শেষ মানুষ যে মূর্খ
কি হবে আজকে অনুশোচনায় পাও যদি দুঃখ,
মৃত্যুমিছিল সে তো স্বাভাবিক, ভয় পাও কেন আজ?
সত্য পথের পথিক হ’য়ে পর বিজয়ীর সাজ।।
__কস্তুরী সাহা, কলকাতা (১১/৬/২০২০).