ছাড় নেই লকডাউনে বিধি ভঙ্গের দায়ে জরিমানা
- আপডেট সময় : ১০:৫৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১ ২৫৬ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
লকডাউন কাকে বলে তা দেখলো বাংলাদেশ। বিধিনিষেধ ভঙ্গকারীকে গুণতে হচ্ছে জরিমানা। হয়েছে মামলাও। কোন ছাড় মিলছে না। কাকুতি-মিনতি এখন অতীত।
করোনার সংক্রমণের কবল থেকে মানুষ রক্ষায় কঠোর অবস্থানে হাসিনা সরকার। কাকডাকা ভোর থেকে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা রাস্তায়। সড়ক মহাসড়কে তল্লাশি চৌকি।
জরুরী প্রয়োজনে বাড়ির বাইরে বেরুতে হলে চাই মুভমেন্ট পাশ। এতে কেউ ব্যর্থ হলে সোনা বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। মোট কথা বিনাকারণে কাউকে বাড়ির বাইরে বেরুনো নিষিদ্ধ।
৫ থেকে ১১ এপ্রিল সপ্তাহের লকডাউন ঘোষণা করেছিলো সরকার। কিন্তু যা দেখা গেলো তা রীতিমত লজ্জার। গণপরিবহ বন্ধ থাকলেও প্রাইভেট কারণে ছুটির আমেজে ঘুরে বেড়িয়েছে মানুষ। বার বার এমন বাধানিষিধ উপেক্ষার খেসারত দিতে হচ্ছে সমাজকে।
সরকার ঘোষিত লকডাউনে বিধিনিষেধ উপেক্ষার মাশুল দিতে হলো সিরাজগঞ্জের ৪৬ ব্যক্তিকে। ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন পরিমাণের অর্থদণ্ড জরিমানা করেন।
বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের করোনা সেলের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। বলেন, লকডাউনের প্রথম দিন রাত পর্যন্ত জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোট চারটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এসময় মাস্ক না পরা, লকডাউন উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, কারণ ছাড়া বাইরে বের হয়ে জটলা পাকানোসহ বিভিন্ন অপরাধে ৩৩টি মামলা করা হয়েছে। এসব মামলায় ৪৬ ব্যক্তিকে মোট ২৪ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়েছে।