ছাত্রীর মা পরকীয়ায় মত্ত, ঘটনা ফাঁসে খুন গৃহশিক্ষক

- আপডেট সময় : ০১:১২:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
ছাত্রীর মা পরকীয়ায় মত্ত, ঘটনা ফাঁস করায় গৃহশিক্ষককে হত্যা করেন প্রেমিক। অবশেষে পুলিশের জালে আটকা পড়েন। আদালতে দেওয়া জবানবন্দি থেকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে বলে জানা গেছে।
ঘটনা চুয়াডাঙ্গার ঘটনা। এখানের দামুড়হুদা উপজেলায় হত্যার শিকার গৃহশিক্ষক মাসুদ হাসান (২৬) ছাত্রীর মায়ের পরকীয়া প্রেমের ঘটনা ফাঁস করে দেন। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন গ্রেপ্তার হুমায়ুন কবির।
মঙ্গলবার বিকেলে আদালতের পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন মৃধা বিষয়টি নিশ্চিত করেছেন। গৃহবধূ শাহানাজ সুলতানার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল হুমায়ুন কবিরের। নিহত মাসুদ হাসান ছিলেন শাহানাজ সুলতানার বাড়ির গৃহশিক্ষক।
পরিদর্শক নাসির উদ্দিন মৃধা বলেন, আলোচিত মামলায় গ্রেপ্তার হুমায়ুন কবির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর আসামি শাহানাজ সুলতানার রিমান্ড আবেদন করা হয়েছে।
জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) দামুড়হুদা মডেল থানা-পুলিশের সহযোগিতায় গতকাল দুপুরে বদনপুর গ্রাম থেকে মৃত নূর ইসলামের ছেলে হুমায়ুন কবিরকে গ্রেপ্তার ও তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মিজানুর রহমানের স্ত্রী শাহানাজ সুলতানাকে গ্রেপ্তার ও খুনে ব্যবহৃত কোদাল উদ্ধার করে।
গৃহকত্রী শাহানাজের চাপে হুমায়ুন গৃহশিক্ষক মাসুদ হাসানকে খুনের পরিকল্পনা করেন। ১৬ ফেব্রুয়ারি হুমায়ুন ও মাসুদ বদনপুর গ্রামের ঘোলার বাগান এলাকায় ভুট্টাখেতে সেচ দেওয়ার জন্য যান। পূর্বপরিকল্পনা মোতাবেক হুমায়ুন পেছন থেকে কোদাল দিয়ে মাসুদকে মাথায় আঘাত করেন। এরপর কুপিয়ে মৃত্যু নিশ্চিত করেন এবং সেচনালার মধ্যে কোদাল রেখে বাড়িতে চলে আসেন।