লিওনেল মেসি
দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন! জীবনের এমন কিছু মুহূর্ত আসে, যখন ইচ্ছে থাকলেও চলে যাওয়া যায় না। আবার না চাইলেও পরিবেশগত কারণে চলে যেতে হয়। এমনটিই ঘটলো ফুটবলের জীবন্ত কিংবদন্তী লিওনেল মেসি বেলায়।
অবশেষে তাকে বার্সা ছাড়তে হয়েছে। যাবার আগে আয়োজিত সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে কথা বলার এক পর্যায়ে দু’চোখ বেয়ে জল গড়ায়।
বৃহস্পতিবার রাতে জানা যায়, থাকার ইচ্ছে থাকলেও ক্যাম্প ন্যু ছাড়তে হচ্ছে মেসিকে। অথচ গত আগস্টে নিজেই ছাড়তে চেয়েছিলেন বার্সা। পারেননি ক্লাব কর্তৃপক্ষের জোরাজুরি আর সম্ভাব্য আইনি পথে হাঁটতে হবে বলে।
মেসির বার্সেলোনা ছাড়ার খবরে পুরো ফুটবল দুনিয়ায় চলছে তোলপাড়। আর্জেন্টাইন তারকাকে ছাড়ার খবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ক্লাবটি।
সংবাদ সম্মেলন করেছেন প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তাও। কিন্তু সবাই অপেক্ষা ছিল মেসির জন্য, তার নিজের মুখেই সমর্থকেরা শুনতে চায় বার্সা ছাড়ার আসল কারণ।
অবশেষে রবিবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় বার্সেলোনার হয়ে সাংবাদিক বৈঠকে আসেন মেসি। এসেই কান্নাজড়িত কন্ঠে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এভাবে বিদায় নিতে হবে
কখনো ভাবিনি। মনে হয় না কেউই ভেবেছে। চেয়েছিলাম মাঠভর্তি দর্শকের সামনে অভ্যর্থনার মধ্যে বিদায় নিতে।
মেসির বার্সা ছাড়ার খবর সামনে আসার পর থেকেই ফুটবল বিশ্বে একটিই প্রশ্ন। এবার কোন ক্লাবে যাচ্ছেন বার্সার সর্বকালের এই তারকা। মেসিকে বেতন দেওয়ার মতো আর্থিক সক্ষমতা খুব বেশি ক্লাবের নেই। যাদের আছে তারা আবার নানান সমীকরণের কারণে খরচ করতে পারবে না।
সব হিসাব-নিকাশ মাথায় রেখে মেসির জন্য ফিট ভাবা হচ্ছে দুটি ক্লাবকে-ফ্রান্সের পিএসজি আর ইংল্যান্ডের ম্যানসিটি। গত বছর মেসি যখন বার্সা ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, তখন এ দুটি
ক্লাবই বেশি আগ্রহ দেখিয়েছিল। এর মধ্যে দৌড়ে বেশি এগিয়ে ছিল ম্যানসিটি। তবে এবার শুরুতে এগিয়ে পিএসজি।
আর পিএসজিতে গেলে সাবেক সতীর্থ নেইমার তো বটেই, জাতীয় দল সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া আর আর্জেন্টাইন কোচ মাওরিসিও পচেত্তিনোকেও পাবেন মেসি।
মাদ্রিদভিত্তিক পোর্টাল মার্কা জানিয়েছে, বৃহস্পতিবার রাতে মেসির বাবা হোর্হে মেসি পিএসজির সঙ্গে যোগাযোগও করেছেন। পিএসজি এখন তাকে দলভুক্ত করার উপায় খুুঁজছে।
তবে সাংবাদিক বৈঠকে মেসি জানিয়েছেন, পিএসজি এখনো নিশ্চিত নয়। মেসি বলেন, সত্যি বলতে আজ পর্যন্ত কারও সঙ্গেই কিছু চূড়ান্ত হয়নি। বার্সেলোনার বিবৃতি আসার পর থেকেই
অনেক ফোন এসেছে, অনেক ক্লাবই আগ্রহ দেখিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত হয়নি। আমরা এ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি।