চীনে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে টোকিওতে বিক্ষোভ

- আপডেট সময় : ১১:৪০:৩১ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১ ১৬৫ বার পড়া হয়েছে
চীনের নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে টোকিওতে প্রায় তিন হাজার লোক জমায়েত হয়ে বিক্ষোভ করেছেন। তিব্বতী, উইঘুর, মঙ্গোলিয়ান, হংকং, তাইওয়ানের অধিবাসীদের ওপর চীনের নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ৩ অক্টোবর এই বিক্ষোভ করেন তারা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বিক্ষোভে ছয়শ উইঘুর মুসলমান, ২,০০০ হংকংবাসী এবং ৬০০ তিব্বতী ও মঙ্গোলিয় অংশগ্রহণ করেন। আন্দোলনকারীরা টোকিওর তিনটি ভিন্ন জায়গা থেকে মূল ভেন্যুতে এসে জড়ো হয়। তিব্বতীরা হিবিয়া পার্ক এবং হংকং এর শরণার্থীরা শিবুয়া থেকে বিক্ষোভ মিছিলে যোগ দেন।
হংকংয়ে চীনের চাপিয়ে দেওয়া কঠোর নিরাপত্তা আইন, মঙ্গোলিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চলে জোর করে চাপিয়ে দেওয়া মান্দারিন ভাষা, তিব্বত ও জিনজিয়াংয়ে ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপ এবং তাইওয়ানে চীনের আগ্রাসী ও ভীতি প্রদর্শনমূলক কার্যকলাপের সমালোচনা করে শ্লোগান দেন আন্দোলনকারীরা। অংশগ্রহণকারীদের মধ্যে অনেক জাপানি এবং এশিয়ার অন্য দেশের মানুষও ছিলেন।
সূত্র: এএনআই।