চীনের কড়া সমালোচনায় দক্ষিণ এশীয় গবেষক : জেফ এম স্মিথ
- আপডেট সময় : ১১:১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০ ৫২৭ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
যুক্তরাষ্ট্রের পতনের উদযাপন করায় চীনের কড়া নিন্দা জানিয়েছেন দক্ষিণ এশিয়া হেরিটেজ ফাউন্ডেশনের রিসার্চ ফেলো জেফ এম স্মিথ। তিনি বলেছেন, চীনের উত্থানের একটি ন্যাক্কারজনক বাক নিলেই আমরা ঠিক হয়ে যাবো। এক টুইট বার্তায় এই গবেষক লিখেছেন, আমাদের চারপাশে মিত্র এবং সমুদ্র রয়েছে। আমাদের নেতৃস্থানীয় প্রযুক্তি, বৈশ্বিক রিজার্ভ মুদ্রা, সামরিক মিত্রদের বিস্তৃত নেটওয়ার্ক, ৫কে+নিউকস এবং ১০টি বিমানবাহক রয়েছে। চীনের উত্থানের একটি ন্যাক্কারজনক বাক নিলেই আমরা ঠিক হয়ে যাবো।
করোনায় চীনের প্রতি বিশ্বব্যাপী নেতিবাচক মনোভাব বাড়ছে সম্প্রতি পিউ রিসার্চ এমন প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনের সহকারী এবং পিউ রিসার্চের সিনিয়র গবেষক লরা সিলভার বলেছেন, চীনের প্রতি খারাপ মনোভাব দ্রুত বাড়ছে এবং করোনা মোকাবিলায় চীন যে ভাল কিছু করেনি এটি তার সঙ্গে জড়িত। বিশ্বের ১৪টি দেশে ১০ জুন থেকে ৩ অগাস্ট পর্যন্ত গবেষণা চালিয়েছে পিউ রিসার্চ সেন্টারে । এতে অংশ নিয়েছেন ১৪ হাজার ২৭৬ জন। টেলিফোনের মাধ্যমে হয় এই জরিপ। তাতে দেখা গিয়েছে যে ওই সব দেশের বেশিরভাগ মানুষই চীনকে অপছন্দ করছেনা এবং প্রতিনিয়ত এই ঘৃণার মাত্রা বেড়েই চলছে। সূত্র : এএনআই