ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে ২৬ টুকরো লাশ উদ্ধার, ১০ লাখ টাকা আদায়ের পরিকল্পনায় নৃশংস হত্যা ফরচুন বরিশাল–ডিআরইউ মিডিয়া ক্রিকেট  ১৮ নভেম্বর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে শান্তি ও অহিংসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নাশকতা ঠেকাতে ঢাকামুখী সন্দেহভাজনদের ব্যাগ তল্লাশি বাংলাদেশের বন্দর খাতে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে শীতের সবজিতে ভরে উঠেছে বাজার, বৈচিত্র্য বাড়লেও দাম চড়া বাংলাদেশে প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের দুইজন ডায়াবেটিস বা প্রিডায়াবেটিসে আক্রান্ত ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন ভারতীয় গণমাধ্যমের দোষ চাপানো খবর বিশ্বাসের কারণ নেই: তৌহিদ হোসেন বিমানবন্দরে  বিশেষ সতর্কতার নির্দেশ

চির নিদ্রায় শায়িত কিংবদন্তী অভিনেত্রী কবরী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১০:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১ ৩০৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুতরাং ছবিতে সুভাষ দত্ত ও কবরী : সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক,  ঢাকা

প্রয়াত কিংবন্তী অভিনেত্রী কবরী। কভিড আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মধ্যরাতে শেষনিঃশ্বাষ ত্যাগ করেন কবরী। মৃত্যুকালে তারবয়স হয়েছিলো ৭০। তিনি একজন সাবেক সংসদ সদস্য ছাড়াও নিজে একাধিক চলচিত্র পরিচালনা করেন। কবরী ছিলেন একজন মুক্তিযোদ্ধা। ৭১’ সালে ভারতের ত্রিপুরায় আশ্রয় নিয়েছিলেন। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে সমাহিত করা হয়।

সুভাষ দত্ত : সংগ্রহ

তার মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরিণ শারমিন চৌধুরী, বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউর হক, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীসহ মন্ত্রী-এমপি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গভীর শোক জানিয়ে তার আত্মার শান্তি কামনা করেছেন। তার মৃত্যুতে চলচিত্রাঙ্গণে শোকের ছায়া নেমে আসে।

১৯৬৪ সালে সুতরাং ছবিতে অভিনয় দিয়ে চলচিত্রে অভিষেক। তখন থেকেই মিনা হয়ে ওঠেন সবার প্রিয় কবরী। সুতরাং ছবিটি মুক্তির পর চারদিকে হৈচৈ পড়ে যায়। দারুণ ব্যবসা সফল ছবিটি পরবর্তীতে কম্বোডিয়ায় চলচ্চিত্র উৎসবে পুরষ্কৃতহয়। পরবর্তীতে ঢাকায় সম্বর্ধনা দেয়া হয় ছবির পুরো টিমকে। ছবিটির প্রযোজক চিত্ত চৌধুরীর সঙ্গে বিয়ের পর তাঁদের প্রথম ছেলে ‘বাবুনি’র জন্মের পর কবরী সুযোগ পান জহির রায়হানের উর্দু ছবি ‘বাহানা’য়।

রাজ্জাক-কবরী জুটি : সগৃহিত

কবরী অভিনিত সুতরাং, নীল আকাশের নিচে, ময়নামতি, ঢেউয়ের পর ঢেউ, পরিচয়, অধিকার, বেঈমান, অবাক পৃথিবী, সোনালী আকাশ, দীপ নেভে নাই বাহানা, সাত ভাই চম্পা, আবির্ভাব, বাঁশরি, যে আগুনে পুড়ি, দর্পচূর্ন, ‘ক খ গ ঘ ঙ’। এই ছবির শুটিং’এ চুয়াডাঙ্গা গিয়েছিলেন কবরী।

চুয়াডাঙ্গায় তিনি যে বাড়িতে ছিলেন সেই বাড়ির সড়কটির নাম এখন কবরী রোড। তখন রাজ্জাক-কবরী জুটির ছবির জনপ্রিয়তার তুঙ্গে। ২০০৬ সালে তার পরিচালিত প্রথম সিনেমা ‘আয়না’মুক্তি পায়। ইদানীং তিনি দ্বিতীয় সিনেমা ‘এই তুমি সেই তুমি’ নির্মাণ করছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চির নিদ্রায় শায়িত কিংবদন্তী অভিনেত্রী কবরী

আপডেট সময় : ০৪:১০:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১

সুতরাং ছবিতে সুভাষ দত্ত ও কবরী : সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক,  ঢাকা

প্রয়াত কিংবন্তী অভিনেত্রী কবরী। কভিড আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মধ্যরাতে শেষনিঃশ্বাষ ত্যাগ করেন কবরী। মৃত্যুকালে তারবয়স হয়েছিলো ৭০। তিনি একজন সাবেক সংসদ সদস্য ছাড়াও নিজে একাধিক চলচিত্র পরিচালনা করেন। কবরী ছিলেন একজন মুক্তিযোদ্ধা। ৭১’ সালে ভারতের ত্রিপুরায় আশ্রয় নিয়েছিলেন। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে সমাহিত করা হয়।

সুভাষ দত্ত : সংগ্রহ

তার মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরিণ শারমিন চৌধুরী, বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউর হক, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীসহ মন্ত্রী-এমপি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গভীর শোক জানিয়ে তার আত্মার শান্তি কামনা করেছেন। তার মৃত্যুতে চলচিত্রাঙ্গণে শোকের ছায়া নেমে আসে।

১৯৬৪ সালে সুতরাং ছবিতে অভিনয় দিয়ে চলচিত্রে অভিষেক। তখন থেকেই মিনা হয়ে ওঠেন সবার প্রিয় কবরী। সুতরাং ছবিটি মুক্তির পর চারদিকে হৈচৈ পড়ে যায়। দারুণ ব্যবসা সফল ছবিটি পরবর্তীতে কম্বোডিয়ায় চলচ্চিত্র উৎসবে পুরষ্কৃতহয়। পরবর্তীতে ঢাকায় সম্বর্ধনা দেয়া হয় ছবির পুরো টিমকে। ছবিটির প্রযোজক চিত্ত চৌধুরীর সঙ্গে বিয়ের পর তাঁদের প্রথম ছেলে ‘বাবুনি’র জন্মের পর কবরী সুযোগ পান জহির রায়হানের উর্দু ছবি ‘বাহানা’য়।

রাজ্জাক-কবরী জুটি : সগৃহিত

কবরী অভিনিত সুতরাং, নীল আকাশের নিচে, ময়নামতি, ঢেউয়ের পর ঢেউ, পরিচয়, অধিকার, বেঈমান, অবাক পৃথিবী, সোনালী আকাশ, দীপ নেভে নাই বাহানা, সাত ভাই চম্পা, আবির্ভাব, বাঁশরি, যে আগুনে পুড়ি, দর্পচূর্ন, ‘ক খ গ ঘ ঙ’। এই ছবির শুটিং’এ চুয়াডাঙ্গা গিয়েছিলেন কবরী।

চুয়াডাঙ্গায় তিনি যে বাড়িতে ছিলেন সেই বাড়ির সড়কটির নাম এখন কবরী রোড। তখন রাজ্জাক-কবরী জুটির ছবির জনপ্রিয়তার তুঙ্গে। ২০০৬ সালে তার পরিচালিত প্রথম সিনেমা ‘আয়না’মুক্তি পায়। ইদানীং তিনি দ্বিতীয় সিনেমা ‘এই তুমি সেই তুমি’ নির্মাণ করছিলেন।