‘চিরকুমারী সংঘ’র নেত্রী ইশানা

- আপডেট সময় : ০৭:০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১ ২২২ বার পড়া হয়েছে
অভিনেত্রী ইশানা খান ফাইল ছবি
বয়ফ্রেন্ডদের সঙ্গে ব্রেকআপের পর বিয়ে না করার সিদ্ধান্ত নেন কয়েকজন তরুণী। তারা ‘চিরকুমারী সংঘ’- নামে একটি সংগঠনও করেন। আর এই সংঘের নেত্রী হয়েছেন অভিনেত্রী ইশানা খান। তবে এটি বাস্তবে নয়, নাটকে।
‘চিরকুমারী সংঘ’- শিরোনামের একটি ধারাবাহিক নাটকে এমন গল্পই উঠে আসবে। প্রশ্ন ও সোহান খানের রচনায় এটি নির্মাণ করছেন সৈয়দ রেফাত সিদ্দিকী। এতে ইশানার পাশাপাশি আরও অভিনয় করেছেন সাব্বির আহমেদ, জিনাত সানু স্বাগতা, প্রাণ রায়, সাদেক বাচ্চু, রেবেকা, সোহান খান, সাইফ খানসহ অনেকেই।
নির্মাতা জানান, ‘চিরকুমারী সংঘ’ প্রযোজনা করছেন মো. হাবিবুর রহমান। আর জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে চ্যানেল নাইনে এর প্রচার শুরু হবে।
এদিকে ইশানা বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন। ২০১৯ সালে বিয়ের পর তিনি সেখানে উড়াল দেন। সম্প্রতি এই অভিনেত্রী অস্ট্রেলিয়ায় অবস্থিত শিক্ষার্থীদের মাইগ্রেশন বিষয়ে কাজ করে এমন একটি প্রতিষ্ঠান ‘অ্যাপোলো ইন্টারন্যাশনাল’-এ যোগ দিয়েছেন। প্রতিষ্ঠানটির মার্কেটিং অ্যান্ড স্টুডেন্ট রিক্রুটমেন্ট বিভাগের নির্বাহী হিসেবে কাজ শুরু করেছেন।