চিত্রনায়িকা পরীমণি কান্ডে নাসিরসহ ৫জনের বিরুদ্ধে মাদকের মামলা
- আপডেট সময় : ১১:০৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১ ১১৯ বার পড়া হয়েছে
চিত্রনায়িকা পরীমণি কান্ডে নাসিরসহ ৫জনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেছে পুলিশ। সোমবার নাসিরের উত্তরার বাসা থেকে গ্রেপ্তারকারে বেশ কিছু মদ ও অন্যান্য মাদকদ্রব্য জব্দ করে পুলিশ।
এ বিষয়ে সোমবার মধ্যরাতে রাতে ঢাকার বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মাদক মামলার আসামিরা হচ্ছে, নাসির উদ্দিন মাহমুদের দুই রক্ষিতা লিপি আক্তার (১৮) ও সুমি আক্তার (১৯) এবং অমির গার্লফ্রেন্ড নাজমা আমিন স্নিগ্ধা (২৪)।
বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. মশিউর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার সিকদার বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
এর আগে সোমবার শারীরিক নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে এনে সাভার থানায় নাসিরসহ ছয়জনের নামে মামলা করেন নায়িকা পরীমণি। এরপরই ঢাকার উত্তরা ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে নাসিরসহ পাঁচজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।