চলবে কঠোর লকডাউন খোলা থাকবে শিল্পকারখানা
- আপডেট সময় : ০৮:২০:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১ ২২৮ বার পড়া হয়েছে
ভয়েস রিপোর্ট, ঢাকা
করোনার ঊর্ধমুখি লাগাম টানতে ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনে যাচ্ছে বাংলাদেশ। লকডাউন কঠোর হলেও খোলা থাকবে শিল্পকারখানা। মন্ত্রিপরিষদ শিল্প মালিকদের আশ্বস্ত করেছে। রবিবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে এতথ্য নিশ্চিত করেছেন, নিট পোশাক শিল্প মালিক সংগঠনের বিকেএমইএ’র সহসভাপতি মোহাম্মদ হাতেম।
কঠোর লকডাউনের সময় শিল্পকারখানায় উৎপাদনের চাকা বন্ধ হবে না। সজল থাকবে কারখানায় কাঁচামাল সরবরাহকারী যানবাহনও। শিল্পদের সহায়তায় ব্যাংক মালিকরা আমদানি-রপ্তানি সেবা দেবেন বিশেষ ব্যবস্থায়।
যদি লকডাউন সাতদিনের বেশি হয়, তাহলে সাত দিন পর ব্যাংক খোলা থাকবে বলেও জানান মোহাম্মদ হাতেম।
রবিবার বিকেল ৩টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে মোহাম্মদ হাতেম ছাড়াও এফবিসিসিআই-এর সভাপতি শেখ ফজলে ফাহিম, বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবদুস সালাম, নবনির্বাচিত সভাপতি ফারুক হাসান ও বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমইএর সভাপতি মোহাম্মদ আলী অংশ নেন।