গাইবান্ধায় কালবৈশাখীর ছোঁবলে ঝরলো ৫ প্রাণ
- আপডেট সময় : ১১:০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১ ১৮২ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক, ঢাকা
রবিবার সন্ধ্যার পর বাংলাদেশের উত্তরজনপথ গাইবান্ধার ওপর দিয়ে মৌসুমের প্রথম কালবৈশাখী বয়ে যায়। এসময় গাছচাপায় পাঁচ গৃহবধূ মারা গিয়েছেন। স্থানীয় সূত্রের খবর, পলাশবাড়ী উপজেলার বাকেরপাড়া গ্রামের জাহানারা বেগম (৫০), একই এলাকার আবদুল গফফার (৪২), গাইবান্ধা সদর উপজেলার সাহারা বেগম (৪১), সুন্দরগঞ্জ উপজেলার ময়না বেগম (৪৭) এবং ফুলছড়ি কাতলামারি গ্রামের শিমুলি বেগম (২৬)। ঝড়ে কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ধোপাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান জানান, ঝড়ে গাছচাপায় তাদের মৃত্যু হয়েছে। জেলা ত্রাণ কর্মকর্তা ইদ্রিশ আলী বলেন, ঝড়ে কি পরিমাণ ক্ষতি হয়েছে, তা জরিপ করে দেখা হবে।
শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবি
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে একটি কার্গো জাহাজের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। রবিবার বিকেলে এ লঞ্চ দুর্ঘটনা ঘটে। ইতোমধ্যে নিখোঁজদের উদ্ধার কাজ শুরু হয়েছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার জাহিদুল হক লঞ্চ দুর্গটনার বিষয়টি নিশ্চিত জানিয়েছেন, জেলার কয়লাঘাট এলাকায় লঞ্চটি ডুবে যায়।
জানামতে, লঞ্চটিতে ৫০/৬০ জন যাত্রী ছিলো। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া মেলেনি। লঞ্চটি নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে চলাচল করতো। প্রতিদিনের মতো যাত্রী নিয়ে গন্তব্যে যাওয়ার পথে শীতলক্ষ্যা নদীতে একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। লঞ্চ দুর্ঘটনার খবর পেয়ে ইতোমধ্যে উদ্ধারকারী জাহাজ ও উদ্ধার কর্মীরা রওয়ানা দিয়েছে। বৈরি আবহাওয়ার কারণে সদরঘাট থেকে লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ।