কয়েক মাসেই মারণভাইরস করোনা নিয়ন্ত্রণ সম্ভব: ডব্লিউএইচও

- আপডেট সময় : ০৪:৪১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১ ২৬০ বার পড়া হয়েছে
টেড্রোস আধানম গেব্রিয়াসিস ছবি: সংগৃহীত
ভয়েস ডিজিটাল ডেস্ক
এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে আশা জাগানিয়া খবর হতে পারে এটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসিস’র এমন বক্তব্যে ভারাস সংক্রমণিত পৃথিবীতে এই সময়ের অন্যতম সংবাদ।
গেব্রিয়াসিস মহামারি করোনাভাইরাসকে আগামী কয়েক মাসের মধ্যে নিয়ন্ত্রণে আনার সামর্থ্য রয়েছে বলে মন্তব্য করেছেন। সোমবার এক বিবৃতিতে এ কথা বলেছেন তিনি। বিশ্বসংবাদ সংস্থাগুলো এমনটিই জানাচ্ছেন।
গেব্রিয়াসিস বলেন, করোনা মহামারিকে মোকাবেলায় বিশ্বব্যাপী বৈষম্য লক্ষ্য করা করা গেছে। সেসব বৈষম্য বন্ধ করে সবাইকে ধারাবাহিকভাবে সংকটাপন্ন এই মুহুর্ত মোকাবেলা করতে হবে। এতেই সম্ভব সবকিছু নিয়ন্ত্রণে আনা। যদি তা না হয় তাহলে সংক্রমণের ঊর্ধ্বগতি একসময় সব গ্রাস করবে।
তিনি বলেন, ১০ লাখ মানুষের মৃত্যু হতে ৯ মাস লেগেছিল। ২০ লাখ পৌঁছাতে লেগেছিল ৪ মাস। কিন্তু এখন ৩ মাসে মৃত্যু ৩০ লাখে পৌঁছে গেছে। তাই শিগগির সবাইকে সবধান হতে হবে এবং বৈষম্য না করে পিছিয়ে পড়া দেশগুলোর সহায়তায় এগিয়ে আসতে হবে।
ভাইরাসটিতে এখন পর্যন্ত ৪ কোটি ২৭ লাখ ৪৯ হাজার ৪৪৬ জন আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩০ লাখ ৪৪ হাজার ৫০৭ জনের।