কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক বিক্ষোভ, গুলিতে নিহত ৫
- আপডেট সময় : ০৪:৪২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১ ১৯৭ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
চট্টগ্রামের বাঁশখালিতে এসএস পাওয়ার লিমিটেড বিদ্যুৎকেন্দ্রে পুলিশের গুলিতে ৫ শ্রমিক নিহত ও শতাধিক আহত হবার খবর পাওয়া গেছে। শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে বিক্ষোভকালে পুলিম-শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ গুলি চালালে পাঁচ শ্রমিকেরনিহত এবং বহু সংখ্যক আহত হয়েছেন বলে জানা গেছে।
এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার লিমিটেড ও চীনের দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে জেলার বাঁশখালির গণ্ডামারা ইউনিয়নে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়েছে। এখানের কর্মরত শ্রমিকেরা বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন।
এসময় গুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টা নাগাদ ঘটনা। বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সওগাত ফেরদৌস সংবাদমাধ্যমকে জানান, আহত অবস্থায় অনেককে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে চারজন মারা গিয়েছেন। নিহত চারজন হলেন আহমেদ রেজা (১৮), রনি (২২), শুভ (২৪) ও মো. রাহাত (২২)।
আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাবিবুল্লাহ (১৯) নামের আরও একজন মারা যান। বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিউর রহমান মজুমদার এ তথ্য নিশ্চিত করেন। চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) হুমায়ূন কবির বিক্ষোভের ঘটনায় শ্রমিকদের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।