সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে সংঘর্ষে নিহত ২ যুবক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৫৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১ ২২২ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
কুমিল্লায় গান বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন দুই যুবক। আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও দেবীদ্বার উপজেলা সদরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দিবাগত রাত ১টার দিকে দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে, উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের হাবিবের পুত্র সাইফুল (২০) ও রেনু মিয়ার পুত্র ফাহিম (১৯)।
স্থানীয়রা জানান, গান বাজানোকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে রাত দুটো নাগাদ মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন, ঘটনাস্থল থাকা দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।