কাস্টমস গুদামের ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় রাজস্ব কর্মকর্তাসহ তিনজন ফের রিমান্ডে
- আপডেট সময় : ০৬:০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৩৯ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
ঢাকা বিমান বন্দর কাস্টমস গুদামের ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় রাজস্ব কর্মকর্তাসহ তিনজন ফের রিমান্ডে। তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিচারক রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১৩ সেপ্টেম্বর আট আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড দেয় আদালত।
রিমান্ডে পাঠানো আসামিরা হচ্ছে, সহকারী রাজস্ব কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, সাইদুল ইসলাম সাহেদ ও সিপাহী মো. আফজাল হোসেন। কারাগারে পাঠানো আসামিদের মধ্যে রয়েছেন, সহকারী রাজস্ব কর্মকর্তা আকরাম শেখ, মাসুম রানা এবং সিপাহী মোজাম্মেল হক, নিয়ামত হাওলাদার, রেজাউল করিম।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রাশেদুল ইসলাম রাজস্ব কর্মকর্তাসহ তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় পাঁচ দিনের রিমান্ড এবং অপর পাঁচ আসামিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন।