কাশ্মীর সমস্যা নিয়ে আরও একবার বিস্ফোরক মন্তব্য পাক প্রধানমন্ত্রীর

- আপডেট সময় : ০৭:০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১ ১৮১ বার পড়া হয়েছে
ইমরান খান ছবি সংগৃহিত
ভারত সাফ জানিয়ে দিয়েছে, কাশ্মীর সমস্যা ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়, এ ব্যাপারে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ভারত বরদাস্ত করবে না
কাশ্মীর সমস্যা মিটলেই প্রয়োজন হবে না পরমাণু অস্ত্রের, বিস্ফোরক মন্তব্য পাক প্রধানমন্ত্রী ইমরান খানের। গত বছর দোভাল বৈঠকের পর এই প্রথম আরো একবার মুখমুখি হতে যাচ্ছে পাকিস্তান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
২২শে জুন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিচ্ছেন তারা। ঠিক তার আগে কাশ্মীর প্রসঙ্গ টেনে এনে এমনই মন্তব্য করলেন ইমরান খান।
এদিন কাশ্মীর সমস্যার সমাধান চেয়ে আমেরিকার সাহায্যের কথাও বলেন তিনি। এবিষয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা হলে, দুই দেশকেই সমঝোতায় আসার কথা বলেন তিনি। তবে ভারতের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি।
সূত্রের খবর, পাকিস্তানে দ্রুত গতিতে বাড়ছে পরমাণু অস্ত্রের ভান্ডার। এবিষয়ে ইমরান খানকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন, পাকিস্তানের পরমাণু অস্ত্র শুধু অন্য দেশের থেকে নিজেকে বাঁচানোর জন্য। অন্যদিকে চিনে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের গণহত্যা নিয়ে নীরব পাক প্রধানমন্ত্রী।
তবে বন্ধুরাষ্ট্র বলেই কি পাকিস্তানের চীনের এমন পক্ষপাতমূলক আচরণ? তিনি বলেন, ‘কাশ্মীর সমস্যা উইঘুর সমস্যার’ থেকেও গুরুত্বপূর্ণ। আমাদের কঠিন সময়ে চীন ভালো বন্ধুর মতো পাশে থেকেছে। তাই চীনকে আমরা সম্মান করি। ওদের সঙ্গে সমস্যা থাকলে, তা নিয়ে বন্ধ দরজার পিছনে আমরা আলোচনা করে নিই।
ইমরান খান জানিয়েছেন, তিনি প্রথম থেকেই পরমাণু অস্ত্রকে কাজে লাগানোর বিপক্ষে। তাছাড়াও ভারত পাকিস্তান দুইই পরমাণু শক্তিধর দেশ হওয়ায় ভারত-পাক সীমান্তে সমস্যা হলেও তা যুদ্ধ অবধি এগোয়নি।
এবিষয়ে ইমরানের বক্তব্য ‘কাশ্মীর সমস্যা মিটলেই দুই দেশ শান্তিপূর্ণ ভাবে বাঁচতে পারবে।’ তবে ভারত সাফ জানিয়ে দিয়েছে, কাশ্মীর সমস্যা ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়, এ ব্যাপারে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ভারত বরদাস্ত করবে না।