কাশ্মীর ইউনিটির দাবি পাকিস্তান গণহত্যাকারী দেশ, বিচার হতে হবে আন্তর্জাতিক আদালতে
- আপডেট সময় : ১২:২৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১ ২৪৫ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
জম্মু ও কাশ্মীর ইউনিটি ফাউন্ডেশন (জেকেইউএফ) বলেছে, পাকিস্তান হলো একটি গণহত্যাকারী দেশ। ভারত, বাংলাদেশ, বেলুচিস্তান ও আফগানিস্তানে গণহত্যা চালানোর দায়ে আন্তর্জাতিক বিচার আদালতে তার বিচার হতে হবে। হলোকাস্ট (দ্বিতীয় মহাযুদ্ধের সময় ৬০ লাখ ইহুদি ও আর্মেনীয়কে হত্যা) স্মরণে জেকেইউএফ আয়োজিত আন্তর্জাতিক ভার্চুয়াল সেমিনারে পাকিস্তানের বিচারের দাবি জানিয়ে কাশ্মীর ইউনিটির পক্ষ থেকে বলা হয়, দেশে দেশে গণহত্যা রুখে দেওয়ার উদ্দেশ্যে ‘ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স ফর প্রিভেনশন অব জেনোসাইডস’ নামে একটি সংস্থা গঠনের সিদ্ধান্ত হয়েছে।
বার্তা সংস্থা এএনআই জানায়, দিল্লিতে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে হওয়া এ ভিডিও কনফারেন্সে যুক্ত হন ব্রিটেনের বব ব্ল্যাকম্যান এমপি, ফরাসি সাংবাদিক-লেখক ফ্রাঁসোয়া গটিয়ার, বাংলাদেশের নুজহাত চৌধুরী, বেলুচিস্তানের লেখক সন্ধ্যা জৈন।
সভাপতিত্ব করেন জেকেইউএফের সভাপতি অজত জামওয়াল। সেমিনারে আলোচকরা বলেন, গণহত্যায় পারদর্শী দেশ পাকিস্তান হচ্ছে ‘সন্ত্রাসবাদের জননী’। বিশ্বের নানা স্থানে সন্ত্রাসী কর্মকান্ডে তার একটা ভূমিকা থাকে। বব ব্ল্যাকম্যান বলেন, যারা ন্যায়পরায়ণ তাদের উচিত গণহত্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে একাত্ম হয়ে গণহত্যার বিরুদ্ধে আন্দোলন করা। সেমিনারের বক্তারা বলেন, গণহত্যার বিরুদ্ধে ভারতের আইন প্রবর্তন আবশ্যক।