ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কাশ্মীরে অনুষ্ঠিত হয়েছে সুফি সম্মেলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১ ২৪৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফাইল ছবি

ভয়েস ডিজিটাল ডেস্ক

কাশ্মীর সোসাইটি ইন্টারন্যাশনালে গত সোমবার (২৯ মার্চ) এক সুফী সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিখ্যাত সুফি কবি ওয়াজা মাহমুদের জীবনচিত্র তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার কাশ্মীর, পান্ডুরং কে পোল, ডিসি শ্রীনগর আইজাজ আসাদ, চেয়ারম্যান কেএসআই খাজা ফারুক রেনজুশাহ, ড. হিনাভাট ভিসি জে ও কে কেভিআইবি প্রমুখ।

সম্মেলন উপলক্ষে কুলিয়াত ওয়াজা আহমদ ও কুলিয়াত ই ওয়াজাফরীদ নামে দুটি বই প্রকাশিত হয়েছে। সংগঠকদের মতে এই বইগুলোতে সুফিয়াত এবং তাসাউফকে সত্য আধ্যাত্মিক উপায়ে তুলে ধরা হয়েছে। রেনজুশাহ তার উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘কাশ্মীরের সভ্যতা তার আধ্যাত্মিক চরিত্র দ্বারা পরিচিত যা অতীতের গৌরব নিয়ে আরও উদীয়মান হচ্ছে। ‘

এছাড়াও ওয়াজমাহমুদের নাতি খুরশিদওয়াজা বলেন, ‘বিগত ৭০ বছর ধরে কিংবদন্তি সুফি কবিকে বিভাগীয় কমিশনার কাশ্মীর, ডিসি শ্রীনগর এবং কাশ্মীর সোসাইটি ইন্টারন্যাশনাল রাষ্ট্রীয় পর্যায়ে মর্যাদা প্রদান করে আসছেন। ‘

অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তিকে খ্যাতনামা সম্মাননা ও সম্মাননাপত্র প্রদান করা হয়। সেই সঙ্গে বক্তারা কাশ্মীরের সুফি সংস্কৃতি সম্পর্কিত বিভিন্ন দর্শনীয় স্থান সংরক্ষণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাশ্মীরে অনুষ্ঠিত হয়েছে সুফি সম্মেলন

আপডেট সময় : ১১:১৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১

ফাইল ছবি

ভয়েস ডিজিটাল ডেস্ক

কাশ্মীর সোসাইটি ইন্টারন্যাশনালে গত সোমবার (২৯ মার্চ) এক সুফী সম্মেলনের আয়োজন করা হয়। এতে বিখ্যাত সুফি কবি ওয়াজা মাহমুদের জীবনচিত্র তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার কাশ্মীর, পান্ডুরং কে পোল, ডিসি শ্রীনগর আইজাজ আসাদ, চেয়ারম্যান কেএসআই খাজা ফারুক রেনজুশাহ, ড. হিনাভাট ভিসি জে ও কে কেভিআইবি প্রমুখ।

সম্মেলন উপলক্ষে কুলিয়াত ওয়াজা আহমদ ও কুলিয়াত ই ওয়াজাফরীদ নামে দুটি বই প্রকাশিত হয়েছে। সংগঠকদের মতে এই বইগুলোতে সুফিয়াত এবং তাসাউফকে সত্য আধ্যাত্মিক উপায়ে তুলে ধরা হয়েছে। রেনজুশাহ তার উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘কাশ্মীরের সভ্যতা তার আধ্যাত্মিক চরিত্র দ্বারা পরিচিত যা অতীতের গৌরব নিয়ে আরও উদীয়মান হচ্ছে। ‘

এছাড়াও ওয়াজমাহমুদের নাতি খুরশিদওয়াজা বলেন, ‘বিগত ৭০ বছর ধরে কিংবদন্তি সুফি কবিকে বিভাগীয় কমিশনার কাশ্মীর, ডিসি শ্রীনগর এবং কাশ্মীর সোসাইটি ইন্টারন্যাশনাল রাষ্ট্রীয় পর্যায়ে মর্যাদা প্রদান করে আসছেন। ‘

অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তিকে খ্যাতনামা সম্মাননা ও সম্মাননাপত্র প্রদান করা হয়। সেই সঙ্গে বক্তারা কাশ্মীরের সুফি সংস্কৃতি সম্পর্কিত বিভিন্ন দর্শনীয় স্থান সংরক্ষণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।