কাশ্মিরে পুলিশের গুলিতে তিন জঙ্গি নিহত
- আপডেট সময় : ০৯:২৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১ ১৯৫ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
ভয়সে ডজিটিাল ডস্কে
দক্ষিণ কাশ্মিরের শপিয়ান জেলায় কর্ডন এবং সার্চ অপারেশন (ক্যাসো) চালানোর সময় ভারতীয় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে অজ্ঞাতনামা তিন জঙ্গি নিহত হয়েছেন। এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইন্ডিয়া ব্লুমবার্গ।
প্রতিবেদনে বলা হয়েছে, শপিয়ান জেলায় মোবাইল ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের দ্বারা কোনো ধরনের গুজব কিংবা মিথ্যা তথ্য ছড়ানো রোধ করতেই এ পদক্ষেপ নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
পুলিশের মুখপাত্র ইমাম সাহিব শপিয়ান বলেন, গত ২২ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের উপস্থিতির কথা জানতে পেরে স্থানীয় মানিহাল গ্রামে যৌথ অভিযান পরিচালনা করে রাষ্ট্রীয় রাইফেলস (আরআর), বিশেষ অপারেশন গ্রুপ (এসওজি), সিআরপিই এবং জম্মু-কাশ্মির পুলিশ।
ওইদিন নিরাপত্তা বাহিনী প্রথমেই নির্দিষ্ট অঞ্চল থেকে বের হওয়ার সকল রাস্তা ব্লক করে দেয়। এরপর এলাকাটিতে প্রবেশ করে। এ সময় গোপন স্থান থেকে গুলি চালানো শুরু করে জঙ্গিরা। জবাবে নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুই জঙ্গি নিহত হন। পরবর্তীতে আরো একজনের মৃত্যু হয়, যোগ করেন তিনি।
এই কর্মকর্তা আরো জানান, অভিযানের আগে আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে হয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অঞ্চলটিতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী এবং পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।