আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরে গোলাগুলির ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ খবর দিয়েছে রয়টার্স।
তবে ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে বিবিসি জানায়, কাবুল বিমানবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে সোমবার গুলিতে অন্তত ৩ জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে
আরও বলা হয়, ৩ জনের রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। তবে কে বা কারা গুলি চালিয়েছে, তা উল্লেখ করা হয়নি। এদিকে রাজধানী কাবুল দখলে পর থেকেই বিদেশি
এবং আফগান নাগরিকরা সীমান্ত ক্রসিং এবং কাবুলের আন্তর্জাতিক বিমান বন্দরে জড়ো হতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যে যার মতো একটি বিমানে উঠতে দেখা গেছে।
সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, বিমানবন্দরের যাত্রীবাহী টার্মিনাল লোকারণ্য। এসময় মার্কিন সেনারা ফাঁকা গুলি চালালে সেখানে থাকা তিনজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তবে এক মার্কিন
সেনা বলছেন, রানওয়ের দিকে ছুটতে থাকা মানুষকে সতর্ক করতেই ফাঁকা গুলি ছোড়া হয়েছে। হতাহতরা মার্কিন বাহিনীর গুলিতে নিহত হয়েছেন কিনা বিষয়টি তাদের পক্ষ নিশ্চত করা হয়নি।