ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

কানাডার রাস্তায় চীনের কমিউনিস্ট পার্টির শতবর্ষবার্ষিকী বিরোধী বিক্ষোভ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১ ২৩০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনের কমিউনিস্ট পার্টির শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে কানাডার টরেন্টোতে বিক্ষোভে নেমেছে উইঘুর মুসলিম, চীনের তিব্বতীয় বাসিন্দা ও হংকং এর শত বিক্ষোভকারী। ফ্রি তিব্বত, ফ্রি হংকং, ফ্রি তুর্কিস্তান বলে স্লোগান দিতে থাকে তারা।

বিক্ষোভের সংগঠক সানি সোনাম বলেন, “চীনা কমিউনিস্ট পার্টি তাদের শতবর্ষ পূর্তি পালন করেছে কিন্তু এই ১০০ বছর তিব্বতীয়, হংকং বাসী,উইঘুরদের জন্য ভালো যায়নি।  এ পরিস্থিতিতে কীভাবে তারা শতবর্ষ পূর্তি পালন করে?”

কানাডিয়ান হংকং নেতা গ্লোরিয়া ফাং বলেন, আমাদের ৬টি আলাদা সম্প্রদায়ের সবাই এক হয়ে সিপিসির নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছ।  আমি মনে করি সিপিসি বিশ্বের গণতন্ত্রের জন্য বড় ধরণের আতঙ্ক এজন্য আমাদের সোচ্চার হতে হবে।এদিকে উইঘুর নেতা মাহিরা জানান, অধিকার আদায়ে তারা এখন থেকে বিক্ষোভ করে যাবে।

এরই মাধ্যমে চীনা সরকারের বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভের শিকার হলো টরেন্টো। চীনের ক্ষমতা কাঠামোর ওপর কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ যে আরও শক্ত হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কানাডার রাস্তায় চীনের কমিউনিস্ট পার্টির শতবর্ষবার্ষিকী বিরোধী বিক্ষোভ

আপডেট সময় : ০৯:৫৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১

চীনের কমিউনিস্ট পার্টির শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে কানাডার টরেন্টোতে বিক্ষোভে নেমেছে উইঘুর মুসলিম, চীনের তিব্বতীয় বাসিন্দা ও হংকং এর শত বিক্ষোভকারী। ফ্রি তিব্বত, ফ্রি হংকং, ফ্রি তুর্কিস্তান বলে স্লোগান দিতে থাকে তারা।

বিক্ষোভের সংগঠক সানি সোনাম বলেন, “চীনা কমিউনিস্ট পার্টি তাদের শতবর্ষ পূর্তি পালন করেছে কিন্তু এই ১০০ বছর তিব্বতীয়, হংকং বাসী,উইঘুরদের জন্য ভালো যায়নি।  এ পরিস্থিতিতে কীভাবে তারা শতবর্ষ পূর্তি পালন করে?”

কানাডিয়ান হংকং নেতা গ্লোরিয়া ফাং বলেন, আমাদের ৬টি আলাদা সম্প্রদায়ের সবাই এক হয়ে সিপিসির নিপীড়নের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছ।  আমি মনে করি সিপিসি বিশ্বের গণতন্ত্রের জন্য বড় ধরণের আতঙ্ক এজন্য আমাদের সোচ্চার হতে হবে।এদিকে উইঘুর নেতা মাহিরা জানান, অধিকার আদায়ে তারা এখন থেকে বিক্ষোভ করে যাবে।

এরই মাধ্যমে চীনা সরকারের বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভের শিকার হলো টরেন্টো। চীনের ক্ষমতা কাঠামোর ওপর কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ যে আরও শক্ত হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না।