কানাডার কাছে ২০ টিকা চাওয়া হয়েছে

- আপডেট সময় : ০৯:০২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১ ১৯৯ বার পড়া হয়েছে
বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনন ও কানাডার রাষ্টদূত বেনোয়া প্রিফনটেইন : ছবি বিদেশমন্ত্রক
কানাডার কাছে ২০ লাখ ডোজ করোনার টিকা চেয়েছে বাংলাদেশ। কানাডার রাষ্টদূত বেনোয়া প্রিফনটেইন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাতে এলে উভয়ের মধ্যে আলোচনায় টিকার বিষয়টি গুরুত্ব পায়।
বর্তমানে কানাডার কাছে করোনার অতিরিক্ত টিকা মজুত রয়েছে। সেখান থেকে ২০ লাখ ডোজ টিকা সরাসরি বাংলাদেশকে সরবরাহ করতে কানাডার প্রতি অনুরোধ রাখেন ড. মোমেন।
বিদেশ মন্ত্রকের সংবাদ বার্তায় জানানো হয়, ড. মোমেন কানাডার রাষ্ট্রদূতকে জানান, ভারতের সেরামের সঙ্গে ৩ কোটি ডোজের চুক্তি হলেও তারা ঠিকমতো সরবরাহ করতে পারছে না। যে কারণে সংকটে পড়েছে বাংলাদেশ। মন্ত্রী বলেন, বাংলাদেশের বর্তমান সবচেয়ে বড় অগ্রাধিকার হচ্ছে, ১৬ লাখ দ্বিতীয় ডোজ টিকা দেওয়া।
এরই মধ্যে কানাডা তাদের কাছে থাকা অতিরিক্ত টিকা থাকার কথা ঘোষণা দিয়েছে। তা থেকে অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা চেয়েছে বাংলাদেশ। তাদের কাছে মজুত অতিরিক্ত টিকা উন্নয়নশীল দেশগুলোকে দিতে পারে।