ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

করোনা টিকার পাঁচ লাখ ডোজ পেয়ে ভারতকে ধন্যবাদ দিল আফগানিস্তান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১ ২৫২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

ভারতের দেয়া উপহার পাঁচ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা পাওয়ার পর ভারতকে ধন্যবাদ জানিয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান। আফগানিস্তান মনে করে, এই উপহার দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্কের ব্যাপারে উদারতা এবং প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার সুস্পষ্ট লক্ষণ।

ভারতের সরকারি কর্মকর্তারা বলছেন, আফগানিস্তানের জনগণের জন্য করোনাভাইরাসের টিকা পাঠানো হয়েছে উপহার হিসেবে।

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ হানিফ আতমার এক টুইট বার্তায় ভারতের সরকার, জনগণ এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য টিকা উপহার দেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভারতের এই সহায়তাকে উদারতা, প্রতিশ্রুতি এবং দৃঢ় অংশীদারির সুস্পষ্ট লক্ষণ হিসেবে বর্ণনা করেছেন আতমার।
আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী ওয়াহিদ মাজরোহ করোনাভাইরাসের এই টিকার ডোজগুলো কাবুলে নিযুক্ত ভারতীয় দূতাবাস থেকে সংগ্রহ করেন।

এয়ার ইন্ডিয়ার একটি বিমানে করে করোনাভাইরাসের টিকার ডোজ কাবুলে যায়। কাবুলে নিযুক্ত ভারতীয় দূতাবাস থেকে জানানো হয়, আফগানিস্তানে করোনাভাইরাসের টিকা সবার আগে পাঠালো ভারত।

এর আগে করোনাভাইরাস মহামারি মোকাবেলার জন্য ২০ মেট্রিক টনেরও বেশি ওষুধ আফগানিস্তানে উপহার হিসেবে পাঠিয়েছিল ভারত।

গত সপ্তাহে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, বেশ কয়েকটি দেশকে উপহার হিসেবে করোনাভাইরাসের টিকার ৫৬ লাখ ডোজ পাঠিয়েছে ভারত। এ ছাড়া এক কোটি ডোজ বাণিজ্যিকভাবে সরবরাহের জন্য প্রেরণ করা হয়েছে।

এর আগে গত ৯ জানুয়ারি ভারত ঘোষণা দিয়েছিল, ভুটান, মালদ্বীপ, বাংলাদেশ, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মরিসাসসহ বেশ কিছু দেশে টিকা পাঠানো হবে। বিশ্বের অন্যতম বৃহৎ ওষুধ প্রস্তুতকারী দেশ ভারত। বহু দেশ এরই মধ্যে করোনাভাইরাসের টিকার জন্য দেশটির সঙ্গে যোগাযোগ করছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

করোনা টিকার পাঁচ লাখ ডোজ পেয়ে ভারতকে ধন্যবাদ দিল আফগানিস্তান

আপডেট সময় : ১২:৪০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১

ভয়েস ডিজিটাল ডেস্ক

ভারতের দেয়া উপহার পাঁচ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা পাওয়ার পর ভারতকে ধন্যবাদ জানিয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান। আফগানিস্তান মনে করে, এই উপহার দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্কের ব্যাপারে উদারতা এবং প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার সুস্পষ্ট লক্ষণ।

ভারতের সরকারি কর্মকর্তারা বলছেন, আফগানিস্তানের জনগণের জন্য করোনাভাইরাসের টিকা পাঠানো হয়েছে উপহার হিসেবে।

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ হানিফ আতমার এক টুইট বার্তায় ভারতের সরকার, জনগণ এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য টিকা উপহার দেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভারতের এই সহায়তাকে উদারতা, প্রতিশ্রুতি এবং দৃঢ় অংশীদারির সুস্পষ্ট লক্ষণ হিসেবে বর্ণনা করেছেন আতমার।
আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী ওয়াহিদ মাজরোহ করোনাভাইরাসের এই টিকার ডোজগুলো কাবুলে নিযুক্ত ভারতীয় দূতাবাস থেকে সংগ্রহ করেন।

এয়ার ইন্ডিয়ার একটি বিমানে করে করোনাভাইরাসের টিকার ডোজ কাবুলে যায়। কাবুলে নিযুক্ত ভারতীয় দূতাবাস থেকে জানানো হয়, আফগানিস্তানে করোনাভাইরাসের টিকা সবার আগে পাঠালো ভারত।

এর আগে করোনাভাইরাস মহামারি মোকাবেলার জন্য ২০ মেট্রিক টনেরও বেশি ওষুধ আফগানিস্তানে উপহার হিসেবে পাঠিয়েছিল ভারত।

গত সপ্তাহে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, বেশ কয়েকটি দেশকে উপহার হিসেবে করোনাভাইরাসের টিকার ৫৬ লাখ ডোজ পাঠিয়েছে ভারত। এ ছাড়া এক কোটি ডোজ বাণিজ্যিকভাবে সরবরাহের জন্য প্রেরণ করা হয়েছে।

এর আগে গত ৯ জানুয়ারি ভারত ঘোষণা দিয়েছিল, ভুটান, মালদ্বীপ, বাংলাদেশ, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মরিসাসসহ বেশ কিছু দেশে টিকা পাঠানো হবে। বিশ্বের অন্যতম বৃহৎ ওষুধ প্রস্তুতকারী দেশ ভারত। বহু দেশ এরই মধ্যে করোনাভাইরাসের টিকার জন্য দেশটির সঙ্গে যোগাযোগ করছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।