ঢাকা ১১:২০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে শান্তি ও অহিংসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নাশকতা ঠেকাতে ঢাকামুখী সন্দেহভাজনদের ব্যাগ তল্লাশি বাংলাদেশের বন্দর খাতে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে শীতের সবজিতে ভরে উঠেছে বাজার, বৈচিত্র্য বাড়লেও দাম চড়া বাংলাদেশে প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের দুইজন ডায়াবেটিস বা প্রিডায়াবেটিসে আক্রান্ত ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন ভারতীয় গণমাধ্যমের দোষ চাপানো খবর বিশ্বাসের কারণ নেই: তৌহিদ হোসেন বিমানবন্দরে  বিশেষ সতর্কতার নির্দেশ হত্যার পরিকল্পনাকারী ও হত্যাকারীরা রেস্তোরাঁয় একসঙ্গে বিরিয়ানিও খায় ভোট হলে তোমাদের অস্তিত্ব মিলবে না  জামায়াতকে মির্জা ফখরুল

করোনা জানাবেন মাত্র সেকেন্ডে!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১ ২৩০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আপনি করোনার ভাইরাস বহন করছে কিনা, তা ঘরে বসে সেকেন্ডেই জিনে নিন। বিজ্ঞানীরা জানাচ্ছেন, মুখের লালা কিংবা থুতু নিয়ে উদ্ভাবিত নতুন সেন্সর ব্যবহারে দ্রুততম ফল মিলবে। এসংক্রান্ত গবেষণা নিবন্ধ ‘জার্নাল অব ভ্যাকুয়াম সায়েন্স অ্যান্ড টেকনোলজি বি’তে প্রকাশিত হয়েছে।

এই প্রযুক্তি যে শুধু করোনা পরীক্ষার জন্য ব্যবহার করা যাবে, এমনটা নয়। অন্যান্য রোগ পরীক্ষার জন্যও ব্যবহার করা যাবে। এমনটিই জানা গেছে।

এখন পর্যন্ত করোনা পরীক্ষার জন্য আরটি-পিসিআর পরীক্ষা আদর্শ হিসেবে বিবেচিত। কিন্তু পরীক্ষায় ফল পেতে দীর্ঘ সময় লেগে যাওয়ায় দ্রুততম পদ্ধতি উদ্ভাবনে বিশ্বেজুড়ে চেষ্টা চলছে। আর তখনই সেকেন্ডে ফল পাওয়ার সংবাদ করোনা দুনিয়ায় আছড়ে পড়ে।

বায়োসেন্সর স্ট্রিপটি দেখতে রক্তের গ্লুকোজ পরীক্ষার কিটের মতো। গবেষণা নিবন্ধের লেখক ও ইউনিভার্সিটি অব ফ্লোরিডার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরাল ক্যান্ডিডেট মিনঘান জিয়ান বলেন, আমাদের এর এক প্রান্তে একটি মাইক্রোফ্লুইড চ্যানেল থাকবে। এতে ইলেকট্রোড থাকবে, যার মাধ্যমে নমুনা পরীক্ষা করা হবে।

এই পরীক্ষার সময় সেন্সর স্ট্রিপ একটি কানেক্টরের মাধ্যমে সার্কিট বোর্ডের সঙ্গে যুক্ত থাকে। সেন্সর স্ট্রিপে দুটি ইলেকট্রোড থাকবে। একটি ইলেকট্রোডে করোনার অ্যান্টিবডি থাকবে। পরীক্ষার সময় স্ট্রিপের ইলেকট্রোডে সামান্য পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হবে। এর মাধ্যমে সংকেত সার্কিট বোর্ডে আনা হবে বিশ্লেষণের জন্য। জিয়ান বলেন, আমাদের তৈরি ব্যবস্থাটি এই সংকেত বিশ্লেষণ করে স্ক্রিনে ফল জানাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

করোনা জানাবেন মাত্র সেকেন্ডে!

আপডেট সময় : ১০:৩৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১

আপনি করোনার ভাইরাস বহন করছে কিনা, তা ঘরে বসে সেকেন্ডেই জিনে নিন। বিজ্ঞানীরা জানাচ্ছেন, মুখের লালা কিংবা থুতু নিয়ে উদ্ভাবিত নতুন সেন্সর ব্যবহারে দ্রুততম ফল মিলবে। এসংক্রান্ত গবেষণা নিবন্ধ ‘জার্নাল অব ভ্যাকুয়াম সায়েন্স অ্যান্ড টেকনোলজি বি’তে প্রকাশিত হয়েছে।

এই প্রযুক্তি যে শুধু করোনা পরীক্ষার জন্য ব্যবহার করা যাবে, এমনটা নয়। অন্যান্য রোগ পরীক্ষার জন্যও ব্যবহার করা যাবে। এমনটিই জানা গেছে।

এখন পর্যন্ত করোনা পরীক্ষার জন্য আরটি-পিসিআর পরীক্ষা আদর্শ হিসেবে বিবেচিত। কিন্তু পরীক্ষায় ফল পেতে দীর্ঘ সময় লেগে যাওয়ায় দ্রুততম পদ্ধতি উদ্ভাবনে বিশ্বেজুড়ে চেষ্টা চলছে। আর তখনই সেকেন্ডে ফল পাওয়ার সংবাদ করোনা দুনিয়ায় আছড়ে পড়ে।

বায়োসেন্সর স্ট্রিপটি দেখতে রক্তের গ্লুকোজ পরীক্ষার কিটের মতো। গবেষণা নিবন্ধের লেখক ও ইউনিভার্সিটি অব ফ্লোরিডার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডক্টরাল ক্যান্ডিডেট মিনঘান জিয়ান বলেন, আমাদের এর এক প্রান্তে একটি মাইক্রোফ্লুইড চ্যানেল থাকবে। এতে ইলেকট্রোড থাকবে, যার মাধ্যমে নমুনা পরীক্ষা করা হবে।

এই পরীক্ষার সময় সেন্সর স্ট্রিপ একটি কানেক্টরের মাধ্যমে সার্কিট বোর্ডের সঙ্গে যুক্ত থাকে। সেন্সর স্ট্রিপে দুটি ইলেকট্রোড থাকবে। একটি ইলেকট্রোডে করোনার অ্যান্টিবডি থাকবে। পরীক্ষার সময় স্ট্রিপের ইলেকট্রোডে সামান্য পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হবে। এর মাধ্যমে সংকেত সার্কিট বোর্ডে আনা হবে বিশ্লেষণের জন্য। জিয়ান বলেন, আমাদের তৈরি ব্যবস্থাটি এই সংকেত বিশ্লেষণ করে স্ক্রিনে ফল জানাবে।