করোনায় মোড়ানো ঈদ

- আপডেট সময় : ১১:০৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মে ২০২১ ২১৮ বার পড়া হয়েছে
ঈদের জামাত শেষে মসজিদে মসজিদে করোনামুক্তির প্রর্থনা
করোনা পরিস্থিতিতেই দুবছর যাবত উদযাপন করছে দুনিয়ার মুসলিম সম্প্রদায়। এবারের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন, বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার মুসমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়, ঢাকার বায়তুল মোকাররম মসজিদে। এখানে মোট ৫টি জামাত অনুষ্ঠিত হয়েছে। তাতে লাখো ধর্মপ্রাণ মুসল্লি অংশ গ্রহণ করেন।

প্রতিটি জামাত শেষে করোনা থেকে মুক্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়। জামাত শেষে সৃষ্টিকর্তার দরবারে ফরিয়াদ জানায় হাজারো হাত। মুনাজাতে ইমাম করোনাভাইরাস থেকে দেশ ও জাতিকে বাঁচাতে আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। এ সময় ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে মসজিদ প্রাঙ্গণ।
এছাড়াও জামাতে উপস্থিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নুর তাপসের জন্য দোয়া কামনা করা হয়।
এদিন ৬টা থেকে জায়নামাজ হাতে জাতীয় মসজিদে ঈদের জামাতে অংশ নিতে লাইন ধরে প্রবেশ করেন। মুসল্লিরা স্বাস্থ্যবিধি মেনে দাঁড়াতে দেখা গেলেও অনেককে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করতে দেখা যায়। তবে সবার মুখেই মাস্ক ছিল।
এছাড়া জাতীয় মসজিদ এলাকায় এবং মসজিদের প্রতিটি গেটে পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল। এসময় সঙ্গে ব্যাগ নিয়ে আসা অনেককেই তারা তল্লাশি করেন।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। দ্বিতীয় জামাত সকাল ৮টায়। তৃতীয়টি সকাল ৯টায়। চতুর্থ জামাত সকাল ১০টায়। সর্বশেষ ঈদ জামাতটি হবে বেলা পৌনে ১১টায়।