নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কয়েকদিন যাবত করোনার ছোঁবলে মৃত্যু সংখ্যা ছিলো শ’র ওপরে। সর্বশেষ সোমবার ১১২ জনের মৃত্যু হয়েছিলো। মঙ্গলবার তা কমে শ’ নিচে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১জনে। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ৫৮৮ জনে।
একই সময়ে ২৭ হাজার ৫৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৪ হাজার ৫৫৯ জন। শনাক্তের হার ১৬ দশমিক ৮৫ শতাংশ। তবে সুস্থতার হার বেড়েছে। এদিন সুস্থ হয়ে ওঠেছেন ৬ হাজার ৮১১ জন। মোট শনাক্ত ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জন। মঙ্গলবার
মারা যাওয়া ৯১ জনের মধ্যে পুরুষ ৫৮ জন ও নারী ৩৩ জন। যার মধ্যে ঢাকা বিভাগেই রয়েছেন ৬০ জন। চট্টগ্রামে ১৭, রাজশাহীতে ৩, খুলনায় ৫, বরিশালে ৪, রংপুরে ২জন।
মৃতদের বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব ৫৪ জন, ৫১ থেকে ৬০ এর মধ্যে ১৮ জন, ৪১ থেকে ৫০ এর মধ্যে ১১ জন, ৩১ থেকে ৪০ এর মধ্যে ৭ জন, ১১ থেকে ২০ এর মধ্যে ১ জন রয়েছে। স্বাস্থ্য অধিদফতর সংবাদ কার্তায় এ তথ্য জানিয়েছে।