ছবি: সংগৃহীত
এবারে করোনায় কেড়ে নিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়কে। মাস খানেক ধরে চিকিৎসা চলছিল তার। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।
ভারতীয় সংবাদ সূত্রের খবর, ১ মাস ধরে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অসীম বন্দ্যোপাধ্যায়। চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার সকাল ৯টা ২০ মিনিট নাগাদ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
তিনি ঘনিষ্ঠদের কাছে কালী বন্দ্যোপাধ্যায় বলেই পরিচিত। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা বিধিনিষেধ মেনেই যথাযথ নিয়মে এদিন দুপুরেই নিমতলা মহাশ্মশানে তার শেষকৃত্য হয়েছে।
কালীঘাটে একই বাড়িতে থাকতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অসীম বন্দ্যোপাধ্যায়। হাসপাতালের বরাতে জানা যায়, গত একমাসে অসীম বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যের অবস্থার কখনও উন্নতি হয়েছে, আবার কখনও অবনতি হচ্ছিল।