ঢাকা ১০:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

করোনার লাগাম টানতে ২৩ মে পর্যন্ত লকডাউন

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ০৭:১৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১ ২২৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনার লাগাম টানতে চলমান বিধিনিষেধ আরও সাতদিন বাড়ানো হচ্ছে। রবিবার এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। করোনার ঊচ্চমুখি সংক্রমণ এবং ভারতীয় ভ্যারিয়েন্ট রুখতে চলমান লকডাউন আরও একসপ্তাহ লকডাউন বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ মে পর্যন্ত চলবে লকডাউন।

করোনা সংক্রমণরোধে ১৬ মে পর্যন্ত দূরপাল্লার বাস, ট্রেন ও নৌযান চলাচল বন্ধ রয়েছে। বলা হয়েছিলো ঈদের পর দূরপাল্লার বাস ছাড়ার অনুমোদন হতে পারে। কিন্তু ঈদে ঘরমুখো মানুষের যে ঢল নামে তাতে ঊর্ধমুখি করোনা সংক্রমণের আশঙ্কায় আরও ৭দিনের লকডাউনের পথে হাটলো সরকার। এসংক্রান্ত প্রজ্ঞাপন জারির কথা জানালেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

২৩ মের পর পরিস্থিতি বিবেচনা করে দূরপাল্লার বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়া হবে। সংক্রমণের উচ্চহারের কারণে কয়েক দফা বিধিনিষেধ বা ‘লকডাউন’ বাড়ানোর পর সবশেষ ১৬ মে পর্যন্ত করা হয়েছিল। আরও এক সপ্তাহ ‘লকডাউন’ বাড়ানোর খবরে ঈদের পরদিনই ঢাকামুখো মানুষের মিছিল শুরু হয়ে গিয়েছে।

শনিবার শিমুলিয়া-বাংলাবাজার ফেরিঘটে মানুষের যথেষ্ট চাপ লক্ষ্য করা গিয়েছে। এদিন সকাল থেকেই ঢাকামুখী মানুষের চাপ বাড়তে শুরু করে। অন্যদিকে ঈদের আগে যারা বাড়ি ফিরতে পারেননি, তারা ঈদের দিন ও পরদিন শনিবারও বাড়ি ফিরছেন। একারণে পদ্মা নদীর উভয়মুখী তীরে যাত্রীদের চাপ রয়েছে।

ফেরি কর্তৃপক্ষ জানিয়েছে, ঘরমুখো মানুষের প্রচুর ভিড় রয়েছে শিমুলিয়া ফেরিঘাটে। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট এখনো ঘরমুখো মানুষের পদচারণায় মুখর। ঢাকামুখী যাত্রীদের ভিড়ও রয়েছে। রবিবার থেকে ঢাকামুখো যাত্রীদের চাপ কয়েকগুণ বেড়ে যাবে। তখন পরিস্থিতি সামাল দেওয়াটাই কঠিন হয়ে পড়বে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

করোনার লাগাম টানতে ২৩ মে পর্যন্ত লকডাউন

আপডেট সময় : ০৭:১৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১

করোনার লাগাম টানতে চলমান বিধিনিষেধ আরও সাতদিন বাড়ানো হচ্ছে। রবিবার এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। করোনার ঊচ্চমুখি সংক্রমণ এবং ভারতীয় ভ্যারিয়েন্ট রুখতে চলমান লকডাউন আরও একসপ্তাহ লকডাউন বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ মে পর্যন্ত চলবে লকডাউন।

করোনা সংক্রমণরোধে ১৬ মে পর্যন্ত দূরপাল্লার বাস, ট্রেন ও নৌযান চলাচল বন্ধ রয়েছে। বলা হয়েছিলো ঈদের পর দূরপাল্লার বাস ছাড়ার অনুমোদন হতে পারে। কিন্তু ঈদে ঘরমুখো মানুষের যে ঢল নামে তাতে ঊর্ধমুখি করোনা সংক্রমণের আশঙ্কায় আরও ৭দিনের লকডাউনের পথে হাটলো সরকার। এসংক্রান্ত প্রজ্ঞাপন জারির কথা জানালেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

২৩ মের পর পরিস্থিতি বিবেচনা করে দূরপাল্লার বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়া হবে। সংক্রমণের উচ্চহারের কারণে কয়েক দফা বিধিনিষেধ বা ‘লকডাউন’ বাড়ানোর পর সবশেষ ১৬ মে পর্যন্ত করা হয়েছিল। আরও এক সপ্তাহ ‘লকডাউন’ বাড়ানোর খবরে ঈদের পরদিনই ঢাকামুখো মানুষের মিছিল শুরু হয়ে গিয়েছে।

শনিবার শিমুলিয়া-বাংলাবাজার ফেরিঘটে মানুষের যথেষ্ট চাপ লক্ষ্য করা গিয়েছে। এদিন সকাল থেকেই ঢাকামুখী মানুষের চাপ বাড়তে শুরু করে। অন্যদিকে ঈদের আগে যারা বাড়ি ফিরতে পারেননি, তারা ঈদের দিন ও পরদিন শনিবারও বাড়ি ফিরছেন। একারণে পদ্মা নদীর উভয়মুখী তীরে যাত্রীদের চাপ রয়েছে।

ফেরি কর্তৃপক্ষ জানিয়েছে, ঘরমুখো মানুষের প্রচুর ভিড় রয়েছে শিমুলিয়া ফেরিঘাটে। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট এখনো ঘরমুখো মানুষের পদচারণায় মুখর। ঢাকামুখী যাত্রীদের ভিড়ও রয়েছে। রবিবার থেকে ঢাকামুখো যাত্রীদের চাপ কয়েকগুণ বেড়ে যাবে। তখন পরিস্থিতি সামাল দেওয়াটাই কঠিন হয়ে পড়বে।