করোনার থার্ড ওয়েভ আসছে ! ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫১ হাজার ৬৬৭ জন

- আপডেট সময় : ১০:৫৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১ ২২৪ বার পড়া হয়েছে
দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৬ লক্ষ ১২ হাজার ৮৬৮ জন
ডেল্টা প্লাস ভেরিয়েন্টের উদ্বেগের মাঝে, ৫০ হাজার ছুঁই ছুঁই দৈনিক সংক্রমণ । গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৬৬৭ জনে। বৃহস্পতিবার দেশে ২৪ ঘণ্টায় মারণভাইরাসের কবলে পড়েছেন ৫৪ হাজার ৬৯ জন। এদিকে দৈনিক সুস্থতার সংখ্যা অনেকটাই কমেছে। একদিনে করেনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪ হাজার ৫২৭ জন। সক্রিয় রোগীর সংখ্যাও এসে দাঁড়িয়েছে ৬ লক্ষের কাছাকাছি। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৬ লক্ষ ১২ হাজার ৮৬৮ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩২৯ জনের। যা গতকালের চেয়ে বেশি। মোট মৃত্যু সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ৯৩ হাজার ৩১০ জনে। দেশে করোনায় মোট আক্রান্ত ৩ কোটি ০১ লক্ষ ৩৪ হাজার ৭০৯ জন। যাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৯১ লক্ষ ২৪ হাজার ২৬৭ জন। সুস্থতার হার বেড়েছে ৯৬.৫৬ শতাংশ। রোজ পাঁচ শতাংশেরও কম হারে সংক্রমণ ঘটছে দেশে। গড়ে আপাতত থাকছে ২.৬৭ %। সূত্র জি২৪ঘন্টা