করোনার উর্ধমুখি সংক্রমণ আশঙ্কাই সত্যি হলো

- আপডেট সময় : ০৫:৫৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১ ১৯৩ বার পড়া হয়েছে
সম্প্রতি সম্পন্ন হওয়া ঈদে ঘুরমুখো মানুষের বেহিসেবি যাতায়ত করোনার সংক্রমণ বাড়িয়ে দেবার আশঙ্কা করা হয়েছিলো। অবশেষে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং প্রশাসনের আশঙ্কাই সত্যি হলো।
ঈদ পরবর্তী প্রতিনিয়তই করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তত্য মতে, গত রবিবার নতুন শনাক্ত হয় সংখ্যা ৩৬৩ জন, সোমবার শনাক্ত হয় ৬৯৮ জন, মঙ্গলবার শনাক্ত হয় ১ হাজার ২৭২ জন এবং সব শেষ বুধবার শনাক্ত হয়েছে ১ হাজার ৬০৮ জন। আক্রান্তর হার এখনও সাড়ে ৭ শতাংশের কাছাকাছি।
তবে এসময়ে মৃত্যু হার কমে এসেছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এতথ্যে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৩৯৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্তর সংখ্যা ১ হাজার ৫২৯ জন। এ পর্যন্ত শনাক্তের সংখ্যা ৭ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন। মোট সুস্থ হয়ে ওঠেছেন ৭ লাখ ২৯ হাজার ৩৯ জন। এসময়ে মারা যায় ২৬জন। করোনায় মোট মৃত্যুর সংখ্যা ১২ হাজার ৩১০ জন।
যার মধ্যে ১৯ জন পুরুষ এবং ৭ জন নারী। এদের মধ্যে ২৩ জন সরকারি, ৩ জন বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে ১৪ জনেরই বয়স ৬০ বছরের ওপরে। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের একজন ও ২১ থেকে ৩১ বছরের মধ্যে একজন রয়েছেন।