মার্কিন বন্দিশিবির হিসেবে কুখ্যাতি অর্জন করা গুয়ানতানামো বের কথাই বলছিলেন ট্রাম্প। তিনি উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে আরও বলেছিলেন, ‘আমরা বাইরে থেকে ভাইরাস নয়, মালামাল আমদানি করে থাকি।’
তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয়বারের মতো বিষয়টি সভায় উল্লেখ করেন। ট্রাম্পের এমন কথায় হোয়াইট হাউসের কর্মকর্তারা অবাক হয়ে যান। তাঁরা প্রেসিডেন্টের এ পরামর্শকে দ্রুতই উড়িয়ে দেন।
ট্রাম্প তাঁর স্বাস্থ্যমন্ত্রীকে বলছিলেন, এত করোনা পরীক্ষার কারণে তিনি নির্বাচনে হেরে যাবেন। কোন ‘ইডিয়ট’ ফেডারেল সরকারের মাধ্যমে করোনা পরীক্ষার ধারণা দিয়েছে—এটি বলেও ট্রাম্প প্রশ্ন করছিলেন।
ট্রাম্পের সঙ্গে তাঁর প্রশাসনের বেশ কিছু কর্মকর্তার সংঘাতের অজানা তথ্য প্রকাশিতব্য বইয়ে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।