কঠোর লকডাউন : আটক ৪৯৭, নিয়মিত মামলা ২৫৮ জনের বিরুদ্ধে

- আপডেট সময় : ১২:৪২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১ ১৭০ বার পড়া হয়েছে
পুলিশের হাতে আটক : ছবি সংগ্রহ
‘কঠোর লকডাউনের প্রথমদিনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কঠোর অবস্থান’ ট্রাফিক বিভাগ ৮টি বিভাগে ২৭৪টি গাড়ির বিরুদ্ধে মামলা ও জরিমানা করেছে ৪ লাখ ৬৩ হাজার ৫০ টাকা, এসময় ৭৭টি গাড়িকে রেকারিং করা হয়’
করোনার উর্ধমুখী সংক্রমণ রুখতে সাতদিনের লকডাউনের প্রথম দিনে লকডাউনের বিধি-নিষেধ না মানায় ৪৯৭ আটক করেছে পুলিশ।
লকডাউনের প্রথমদিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়েছিলেন তারা। এসময় পুলিশের কাছে সন্তোষজনক জবার দিতে ব্যর্থ হলে তাদের আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। হাতে আটক হয়েছেন ৪৯৭ জন।
বৃহস্পতিবার লকডাউনের প্রথমদিন ডিএমপি অভিযানে তাদের আটক ও গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, লকডাউনের সরকার নির্দেশিত বিধি-নিষেধ মানাতে রাজধানী জুড়ে দিনভর চেকপোস্ট, ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের টহল চলে। সারাদিনে বিনাকারণে ঘর থেকে বের হয়ে পুলিশের হাতে আটক হয়েছেন সর্বমোট ৪৯৭ জন।
এছাড়া বিধিনিষেধ অমান্য করায় আরও ২৫৮ জনকে নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে।
ঢাকার বিভিন্ন থানা এলাকায় পুলিশের অভিযানে ৩৭৩ জনকে আটকের পাশাপাশি নিয়মিত মামলায় গ্রেফতার করা হন ৭৩ জনকে।
এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক তেজগাঁও এলাকায় মোট ২৩২ জনকে আটক করা হয়েছে। রমনায় ৫৫ জন, ওয়ারীতে ৪ জন, মিরপুরে ৭৫ জন ও গুলশানে ৭ জনকে আটক করা হয়।
গ্রেফতারের তালিকায় সবচেয়ে বেশি সংখ্যক লালবাগে ৩৮ জন, ওয়ারীতে ৩ জন ও উত্তরায় ৩২ জন।
ট্রাফিক বিভাগের অভিযানে ৮টি বিভাগে ২৭৪টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়। জরিমানা করা হয় ৪ লাখ ৬৩ হাজার ৫০ টাকা। এসময় ৭৭টি গাড়িকে রেকারিং করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সংবাদমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখারুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে যারা যৌক্তিক কারণ ছাড়া বাইরে বের হয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিয়েছে।