কক্সবাজারে ৫০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ ১ ব্যক্তিকে আটক করেছে বিজিবি
- আপডেট সময় : ১০:৫৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১ ২৩৬ বার পড়া হয়েছে
ভয়েস রিপোর্ট, ঢাকা
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। এরই প্রেক্ষিতে করোনাকালীন সময়েও সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের কর্তব্যে অটুট থেকে দায়িত্ব পালন করে চলেছে। দেশের বিভিন্ন এলাকায় একের পর এক বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে চলেছে।
এরই ধারাবাহিকতায় রবিবার (১৪ ফেব্রুয়ারি) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুপাড়া বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউপি’র বড়ইতলী গ্রামের মেংকাইন (২০), পিতা-মংতাচিং তংচংগা, গ্রাম-বড়ইতলী, পোষ্ট-মরিচ্যা, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান এর বাড়ীতে অভিযান চালিয়ে ১ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার পীস বার্মিজ ইয়াবা উদ্ধার করে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেংকাইং নামক এক যুবককে আটক করে।
উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল কর্তৃক ১৪ কোটি ৪০ লাখ ২১ হাজার ৬০ টাকা মূল্যের ৪ লাখ ৮০ হাজার ৭২ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার এবং জড়িত থাকার অভিযোগে ৫৭ জনকে আটক করে।