সংবাদ শিরোনাম ::
ওমানকে ঠেকানোর লড়াইয়ে মোঠে নামবে জামালরা

ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ১০:২৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১ ২১৮ বার পড়া হয়েছে
ইউরো আর কোপা আমেরিকা এবং ফরাসি ওপেনের স্রোতে কাতারের দোহায় জামাল ভুঁইয়াদের কথা আড়ালে চলে গিয়েছিল। বিশ্বকাপ বাছাই এবং এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ফুটবল দল এখন কাতারে। ‘ই’ গ্রুপের লড়াইয়ে আজ শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে ওমানের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে রাত ১১টা ১০ মিনিটে। এই ম্যাচ টিভিতে দেখাবে।
মনটা খারাপ হলেও যারা ঘুরেফিরে বাংলার ফুটবলের ছবিতে চোখ রাখেন, তারা ঠিকই খোঁজ রাখছেন জামাল ভুঁইয়াদের। ওমানের বিপক্ষে ম্যাচ, কিন্তু এই ম্যাচ থেকে খুব বেশি কিছু আশা করার সুযোগ নেই। ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ওমান। পাঁচ দলের গ্রুপে বাংলাদেশ ২ পয়েন্ট নিয়ে সবার নিচে।
বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা পুরো শক্তির দল নিয়ে নামতে পারছে না। এমন না যে পুরো শক্তির দল থাকলেও বড় কিছু করে ফেলত। পরিসংখ্যান সেটা বলে না।
২০১৯ সালের ১৪ নভেম্বর ওমানে গ্রুপের প্রথম লড়াইয়ে বাংলাদেশ ১-৪ গোলে ওমানের কাছে হেরেছিল। ৩ গোলে পিছিয়ে থেকে ৮০ মিনিটে বিপলু আহমেদ গোল করে ব্যবধান কমিয়েছিলেন। সেই বিপলু আহমেদ আজ মাঠে নামতে পারবেন না দুই হলুদ কার্ড পাওয়ায়। শুধু বিপলুই নন, অধিনায়ক জামাল ভুঁইয়া এবং রহমত মিয়াও দুটি করে হলুদ কার্ড থাকায় আজ নামতে পারবেন না।
ওমান শক্তিশালী দল। তাদের বিপক্ষে যেখানে বাংলাদেশ সর্বশক্তি নিয়ে মাঠে নামবে, সেখানে একটা ভঙ্গুর দল নিয়ে নামতে হচ্ছে আজ।
প্লে-অফে কী হবে, সেটা নিয়ে এখন ভাবছেন না বাংলাদেশ দলের ইংলিশ কোচ জেমি ডে। ওমানকে ঠেকানোর পরিকল্পনায় ছক আঁকছেন কোচ। তার কোচিং স্টাফদের নিয়ে বৈঠক হয়েছে। ওমানকে ঠেকানোর লড়াইয়ে আজ খেলোয়াড়দের মাঠে নামাবেন। গোলপোস্ট আর মাঝ মাঠ নিয়ে বাড়তি পরিকল্পনা করা হয়েছে।