সংবাদ শিরোনাম ::
এলএনজি সরবরাহে বিঘ্ন, লোডশেডিংয়ের আশঙ্কা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে সরবরাহে বিঘ্ন ঘটায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে ব্যাঘাত ঘটছে। এ কারণে দেশের বিভিন্ন অঞ্চলে লোডশেডিং হতে পারে। শনিবার এক বিজ্ঞপ্তিতে আশঙ্কার কথা জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রক।
এতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত খঘএ ঋঝজট এর কারিগরি ত্রুটির কারণে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটছে। এর ফলে বর্তমানে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কিছুটা কম হচ্ছে।
বিষয়টি গুরুত্বের সঙ্গে অতি দ্রুত সমাধানে কাজ করছে মন্ত্রণালয়। এই পরিস্থিতিতে দেশের কিছু কিছু এলাকাতে খুবই স্বল্প সময়ের জন্য বিদ্যুৎ বিভ্রাট হতে পারে।
সাময়িক সময়ের অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে বিবৃতিতে।