এক ব্যক্তির ৩৫ প্রেমিকা!
- আপডেট সময় : ০৯:০৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১ ১৯৮ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
ব্যক্তি একজন। আর তার প্রেমিকা ৩৫জন। অবাক কান্ডই বটে! ঘটনা জাপানের। জানা যায়, ৩৯ বছর বয়সী তাকাশি মিয়াগায়া নামের ব্যক্তি ৩৫ জন প্রেমিকা রয়েছে। তিনি এক সঙ্গে এত প্রেমিকের সঙ্গে সম্পর্ক চালিয়ে গেছেন একের পর এক মিথ্যা বলে। খবর ডেইলি মেইলের।
অভিযোগ রয়েছে, তাকাশি তার প্রেমিকাদের কাছ থেকে গিফট এবং নগদ টাকা নিতেন। এছাড়া প্রত্যেক প্রেমিকের সঙ্গে গভীর সম্পর্ক রাখার অভিনয় করেন। এমনকি তাদের কাছ থেকে নিত্য-নতুন গিফট পেতে প্রায়শই নিজের জন্মদিনের তারিখ পরিবর্তন করতেন। তবে ঘটনাক্রমে ফেঁসে যান সেই প্রেমিক পুরুষ।
এতে ক্ষিপ্ত হয়ে ওই নারীরা ‘ভুক্তভোগী অ্যাসোসিয়েন’ গঠনের পর তাকাশির এই পরিকল্পনা ফাঁস করে দেন। পরে তার বিরুদ্ধে পুলিশের কাছে প্রতারণার অভিযোগ দায়ের করেন। এরপর জানা যায়, তাকাশি একজর পার্টটাইম কর্মী, তার সঠিক জন্ম তারিখ ১৩ নভেম্বর। যেখানে তিনি তিনটি ভিন্ন জন্ম তারিখ দেখাতেন।