একশ’ অসচ্ছল মুক্তিযোদ্ধাকে চিকিৎসা প্রদান করবে ভারত
- আপডেট সময় : ০৩:২০:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০ ৪৭৩ বার পড়া হয়েছে
ভয়েস রিপোর্ট
৭১’র সালে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, তাদেরকে বাংলাদেশের অতন্দ্র প্রহরীর হিসেবে গণ্য করা হয়। বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা স্মরণকালের সুযোগসুবিধা দিয়েছেন মুক্তিযোদ্ধাদের। যা ইতিপূর্বে কোন সরকার তাদের দেয়নি। বলতে গেলে অবহেলা লাঞ্ছনাই পেয়েছেন জাতির বীর সন্তানরা। কিন্তু শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্বে আসার পর মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মানসহ সকল প্রকালের সুযোগ-সুবিধা প্রদান করে চলেছেন। পাশাপাশি ভারতও আমাদের মুক্তিযোদ্ধাদের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছে।
৭১’র সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন ১ কোটি শরণার্থীকে জায়গা দেবার পাশাপাশি মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ এবং অস্ত্র দিয়েছেন। মিত্রবাহিনী হিসেবে ভারত যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা তরান্বিত করেছেন। সর্বোপরি ভারতের সেনাবাহিনীর রক্তে ভিজেছে বাংলাদেশের মাটি।
সেই মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে ১০০ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা রোগীকে ভারতে চিকিৎসা সেবা প্রদান স্কিমের আওতায় চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে আবেদন আহ্বান করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রক। ভারত সরকারের আর্থিক সহায়তায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রক যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করবে। আগামী ১৫ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের কার্যালয়ে আবেদন জমা নেয়া হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) পাওয়া যাবে।