একদিনে শতাধিক মৃত্যুর রেকর্ড
- আপডেট সময় : ০৬:৫১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১ ১৬৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনা প্রার্দুভাবের ৪০৫তম দিনে বাংলাদেশে একদিনে সর্বোচ্চ ১০১ জনের মৃত্যুর হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ১৮২ জন। ১৮ হাজার ৯০৬টি নমুনা পরীক্ষায় ৪ হাজার ৪১৭ জন শনাক্ত হয়েছে। মোট নমুনাপরীক্ষা হয়েছে ৫১ লাখ ৩৪ হাজার ৪৭৮টি।
মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭ লাখ ১ হাজার ৭৭৯ জনে দাঁড়িয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানিয়েছে।
২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ৫ হাজার ৬৯৪ জন। মোট সুস্থতার সংখ্যা ৬ লাখ ২ হাজার ৯০৮ জন। মৃত ১০১ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫৯ জন। চট্টগ্রাম ২০, রাজশাহীত ৩, খুলনায় ৫, বরিশাল ৪, সিলেট ১ জন, রংপুর ৬ জন ও ময়মনসিংহ ৩ জন।
এ পর্যন্ত মৃত ১০ হাজার ১৮২ জনের মধ্যে পুরুষ ৭ হাজার ৫৬৬ জন এবং নারী ২ হাজার ৬১৬ জন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ১৮ মার্চ দেশে প্রথম একজনের মৃত্যু হয়।